শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

  শুট আউট রায়গঞ্জে! আহত একই পরিবারের তিন, মৃত ১

১১:৩৩ পিএম, সেপ্টেম্বর ২৭, ২০২১

  শুট আউট রায়গঞ্জে! আহত একই পরিবারের তিন, মৃত ১

ফের শ্যুট আউটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এবারের ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আহত হয়েছেন ২জন এবং এক মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। তবে ঠিক কি কারণে গুলি চলেছে তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরা। শহরের মধ্যে রাস্তা থেকে মাত্র ৫০ মিটার দূরে কীভাবে দুষ্কৃতীর এরকম তাণ্ডব চালাল তা নিয়ে কিছুটা অবাক স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ হঠাৎই গুলির আওয়াজে কেপে ওঠে দেবীনগর বাজার। যার জেরে মুহূর্তেই আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, গুলি চালানোর পরেই কয়েকজন দুষ্কৃতী পালায় সেখান থেকে। কিছু বুঝে ওঠার আগেই গুলি চলায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়।অন্তত ৬-৭ রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এনিয়ে খুব বেশি কেউ মুখ খুলছেন না।

পুলিশ সূত্রে খবর, একই পরিবারের ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। আহতদের নাম রূপা অধিকারী, সুজয়কৃষ্ণ মজুমদার।এদের মধ্যে দেবী সান্যাল নামে এক মহিলাকে রায়গঞ্জে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এদিকে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। তবে একই পরিবারের তিন ব্যক্তি আহত হওয়ায় মনে করা হচ্ছে পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।