শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

৪ কেন্দ্রে উপ নির্বাচনের আগে নির্বাচনী আদর্শ আচরণবিধি নিয়ে বিশেষ বার্তা কমিশনের

১০:৪৯ পিএম, অক্টোবর ৭, ২০২১

৪ কেন্দ্রে উপ নির্বাচনের আগে নির্বাচনী আদর্শ আচরণবিধি নিয়ে বিশেষ বার্তা কমিশনের

নির্বাচন চলাকালীন যাবতীয় হিংসা এড়াতে সমস্ত এলাকা জুড়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি জারী করে নির্বাচন কমিশন। ভবানীপুরেও নির্বাচনের ক্ষেত্রেও সেই নিয়ম বলবৎ করেছিল কমিশন। তবে ৩০ অক্টোবর বাকি চার উপ নির্বাচন কেন্দ্রের জন্য সেই বিধি-নিষেধ খানিকটা শিথিল করা হল। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফে।

যেকোনও নির্বাচন হলে কিংবা যে কোনও সাধারণ নির্বাচনে গোটা রাজ্য কিংবা জেলাজুড়ে লাগু হয়ে যেত আদর্শ আচরণ বিধি। সেইমতোই নানা বিধিনিষেধের মধ্যে কাজ করতে হত প্রশাসনকে। যার কিছুটা প্রভাব পড়ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তবে এবার আসন্ন চার বিধানসভার উপনির্বাচনে জেলাজুড়ে মোডেল কোড অফ কনডাক্ট তুলে নিল জাতীয় নির্বাচন কমিশন।

এদিনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র চার বিধানসভা এলাকাতেই থাকবে আদর্শ আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কনডাক্ট। যদিও সংশ্লিষ্ট মহলের মতে যেহেতু আগামী সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে পুজো মরশুম, তাই জেলাজুড়ে আদর্শ আচরণবিধি না লাগু করে বিধানসভা ভিত্তিক এই বিধি লাগু করে বিশেষ বার্তা দিয়েছে কমিশন।