শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে বিশেষ ব্যবস্থা কমিশনের

০৯:০০ এএম, মার্চ ১৪, ২০২১

হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে বিশেষ ব্যবস্থা কমিশনের

এবারের নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। তাই পূর্ব মেদিনীপুর নিয়ে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পূর্ব মেদিনীপুরে মোতায়েন করতে চলেছে কমিশন।

নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারী কে। এদিকে মীনাক্ষী মুখ্যপাধ্যায়কে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বাম শিবির। তাই এই কেন্দ্র প্রথম থেকেই গুরুত্ব পূর্ণ। সেই কারণে এই কেন্দ্র নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে কমিশনেরও।

এদিকে, প্রথম দফা নির্বাচনের আগেই রাজ্যে এল ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, প্রথম দফার নির্বাচনে রাজ্যে আসবে ৭৩২ কোম্পানি। যার মধ্যে ইতিমধ্যেই ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে।

এছাড়াও দ্বিতীয় দফায় ৬৯৭ কোম্পানি, তৃতীয় দফায় ৬৯৪ কোম্পানি, চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি, পঞ্চম দফায় ৯৫৫ কোম্পানি, ষষ্ঠ দফায় ৯৩২ কোম্পানি, সপ্তম দফায় ৭৬০ কোম্পানি, অষ্টম দফায় ৭১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।

অন্যদিকে নির্বাচন কমিশন সুত্রে খবর, পঞ্চম দফার নির্বাচনের সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। পঞ্চম দফায় উত্তর ২৪ পরগণা, নদীয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ৪৫ টি আসনের নির্বাচন হবে।