সোমবার, ২৭ মার্চ, ২০২৩

বিরাট আউট হলেই ভারতীয় টিম শেষ! রোহিতদের কটাক্ষ প্রাক্তন এই তারকা কোচের

মৌসুমী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৭:০৭ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৭:০৮ পিএম

বিরাট আউট হলেই ভারতীয়  টিম শেষ! রোহিতদের কটাক্ষ প্রাক্তন এই তারকা কোচের
বিরাট আউট হলেই ভারতীয় টিম শেষ! রোহিতদের কটাক্ষ প্রাক্তন এই তারকা কোচের

মাইন্ড গেম শুরু করলেন গ্রেগ চ্যাপেল। তার কটাক্ষ একমাত্র বিরাট কোহলির উপরে ভারতীয় দলের ব্যাটিং নির্ভর করে। বিরাট কোহলি আউট হয়ে গেলেই ভারতীয়রা শেষ।  তাই তার মতে বিরাট কোহলি কে ফেরাতে পারলেই আসন্ন বর্ডার গাভাকার ট্রফি জিততে পারবে ভারত।

এদিন গ্রেগ চ্যাপেল বলেন, "বড় ক্রিকেটার সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠে। এমনিতেই বিরাট ছন্দে রয়েছে। সীমিত ওভারে শতরানের খরা কাটিয়ে ফেলেছে। এবার টেস্ট ক্রিকেটে ও ফের দাপট দেখাতে চায়। মাঝে বিশ্রাম নেওয়ার জন্য বিরাট একেবারে তরতাজা হয়ে মাঠে নামবে। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর পারফরম্যান্স খুবই ভালো। আমাদের বোলারদের সাবধান থাকতে হবে।"

গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, "অস্ট্রেলিয়া এবার টেস্ট সিরিজ জিততেই পারে। কারণ গত কয়েক বছরের এই তুলনায় এই ভারতীয় দল অনেক দুর্বল। চোটের জন্য বুমরা ও পন্থ নেই। রবীন্দ্র জাদেজা সবে চোট সারিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে রোহিতদের ব্যাটিং অনেকটা বিরাটের উপর নির্ভরশীল হয়ে আছে। তাই বিরাটকে দ্রুত ফেরালেই অস্ট্রেলিয়া দাপট দেখাতে পারবে না।"

এদিকে, চোটের জন্য এবার আসন্ন টেস্ট সিরিজে নেই জসপ্রীত বুমরাও ঋষভ পন্থ। ফলে দুই ম্যাচ উইনারের অভাব আরও বোধ করবে ভারতীয় দল। এদিক বিরাট কোহলির উপর ভারতীয় দলের ব্যাটিং নির্ভর করছে।  তাই বিরাট কোহলিকে দ্রুত ফেরাতে পারলেই, আসন্ন বর্ডার গাভাসকার ট্রফি জিততে পারবে প্যাট কামিন্সের বাহিনী