সোমবার, ২৭ মার্চ, ২০২৩

দলের মুখে ফোটালেন হাসি! মুহূর্তেই ভাইরাল হার্দিক পান্ডিয়ার মন মাতানো ভিডিও

মৌসুমী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৭:০৫ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৭:০৫ পিএম

দলের মুখে ফোটালেন হাসি! মুহূর্তেই ভাইরাল হার্দিক পান্ডিয়ার মন মাতানো ভিডিও
দলের মুখে ফোটালেন হাসি! মুহূর্তেই ভাইরাল হার্দিক পান্ডিয়ার মন মাতানো ভিডিও

এবার দলের মুখে হাসি ফোটালেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অধিনায়ক এর এই মন মাতানো ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে এখন আনন্দে মাতছে দল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে খেলার সুযোগ পেয়েছিলেন পৃথ্বী শাহ। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি এই ডান হাতি ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। এবার এই সিরিজ জয় করে তার হাতে ট্রফি তুলে দিলেন হার্দিক পান্ডিয়া। আর এতেই হাসি ফুটল পৃথ্বী শাহ সহ গোটা টিমের।

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারতীয় দল। আমেদাবাদে তৃতীয় ম্যাচে ১৬৮ রানের রেকর্ড ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। এরপর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে হার্দিকের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

এদিকে এই ট্রফি পাওয়ার পরেই তা পৃথ্বীর হাতে তুলে দেন হার্দিক। ট্রফি পেয়ে বেজায় খুশি হন ডাগআউটে মন খারাপ করে বসে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান। সেলিব্রেশানে মেতে ওঠে গোটা দল। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।