শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সহজাত ভঙ্গিতে চার-ছয় মারছেন তরুণী! এমন প্রতিভায় মুগ্ধ খোদ শচিন তেন্ডুলকর

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০১:১৬ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০১:১৬ পিএম

সহজাত ভঙ্গিতে চার-ছয় মারছেন তরুণী! এমন প্রতিভায় মুগ্ধ খোদ শচিন তেন্ডুলকর
সহজাত ভঙ্গিতে চার-ছয় মারছেন তরুণী! এমন প্রতিভায় মুগ্ধ খোদ শচিন তেন্ডুলকর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রতিভার স্বীকৃতি সকলেই চায়। আবার ভারতে ক্রিকেটের মতো খেলায় খোদ শচিন তেন্ডুলকরের প্রশংসা যদি পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হয় না। তবে, কোনও চেনা-জানা পরিচিত তারকা নয়, এক তরুণীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন। ওই তরুণীর বড় শট হাঁকানোর প্রতিভা সচিনের ভালো লেগেছে।  

সচিন ওই তরুণীর ব্যাটিং দেখে এতোটাই মুগ্ধ হয়েছেন যে, তাঁর ব্যাটিংয়ের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। ২২ গজের মধ্যে নয়, সোশ্যাল মিডিয়ায় শচিনের শেয়ার করা ভিডিওতে তরুণী ধুলো ভরা মাঠেই ব্যাট হাতে অবলীলায় একের পর এক শট খেলছেন। সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কালই তো নিলাম আয়োজিত হল। আর আজই ম্যাচও চালু হয়ে গেল? দারুণ তো। তোমার ব্যাটিং দারুণ উপভোগ করেছি।’

উল্লেখ্য, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ধুমধাম করে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম আয়োজিত হয়েছে। সেখানে প্রথম খেলোয়াড় হিসাবে স্মৃতি মান্ধানার নাম নিলামে উঠে। ভারতের তারকা ওপেনারকে ৩.৪ কোটি টাকা মূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মহিলা প্রিমিয়ার লিগ নিলামে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। স্মৃতি বিরাট দামে বিক্রি হওয়ায় শুধু তিনি নন, উচ্ছ্বাসিত তাঁর ভারতীয় সতীর্থরাও। এই মুহূর্তে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে দক্ষিণ আফ্রিকায়। আপাতত সেখানেই রয়েছেন ভারতীয় মহিলা দলেরনির্ভর যোগ্য ক্রিকেটার স্মৃতি।