শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি; স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে বিরাট! কী চাইলেন প্রার্থনায়?

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০১:১৫ পিএম | আপডেট: মার্চ ৪, ২০২৩, ০১:৩৬ পিএম

গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি; স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে বিরাট! কী চাইলেন প্রার্থনায়?
গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি; স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে বিরাট! কী চাইলেন প্রার্থনায়?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হৃষীকেশ দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন। আবার তার আগে পরিবারের সঙ্গে বিরাট বৃন্দাবনেও গিয়ে পুজো দিয়ে এসেছিলেন। এদিকে, সামনেই রয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, আর তার আগে এবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Jyotirlinga Temple) পুজো দিয়ে এলেন সস্ত্রীক কোহলি।

সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুষ্কার মহাকাল মন্দির দর্শনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বাবা মহাকালের আশীর্বাদ পাওয়ার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ভস্ম আরতিও দর্শন করেছেন কোহলি। মহাকাল মন্দিরে গিয়ে একাধিক ভক্তদের সঙ্গে মেঝেতে বসেই বিরাট ও অনুষ্কা মন্দিরের পবিত্র ভস্ম আরতি দর্শন করেছেন। সেই সময় দেখা গিয়েছে, বিরাটের গলায় ঝুলছে রুদ্রাক্ষের মালা। সঙ্গে তাঁর পরনে রয়েছে ধুতি। পাশেই বসে রয়েছেন কোহলির স্ত্রী তথা জনপ্রিয় বলিউড সুপারস্টার অনুষ্কা। তাঁর পরনে ছিল শাড়ি। কী চাইলেন মহাকালেশ্বরের কাছে প্রার্থনায়?

তবে শুধু বিরাট-অনুষ্কাই নন, তাঁদের আগে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সদ্য বিবাহিত লোকেশ রাহুল এবং আথিয়া শেট্টিও মহাকাল মন্দির দর্শনে গিয়েছিলেন। তারপরই টিম ইন্ডিয়ার অপর এক নব বিবাহিত ক্রিকেটার অক্ষর প্যাটেল তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে বর্তমানে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। চলতি সিরিজে সেরা ফর্মে নেই কোহলি। কারণ অজিদের বিরুদ্ধে তিনটি টেস্টে বিরাট যথাক্রমে করেছেন ১২ রান করেছেন নাগপুর টেস্টে, দিল্লি টেস্টে প্রথম ইনিংসে করেছেন ৪৪, দিল্লি টেস্টে দ্বিতীয় ইনিংসে করেছেন ২০ রান, ২২ করেছেন ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে এবং ১৩ রান করেছেন ইন্দোর টেস্টে দ্বিতীয় ইনিংসে। কোহলির বিগত কয়েকটি ইনিংসই প্রমাণ দিচ্ছে যে, এই মুহূর্তে সেরা ছন্দে নেই তিনি। এবার এটাই দেখার যে, মহাকালেশ্বরের আশীর্বাদে বিরাটের ব্যাটে বড় রান আসে কিনা। চলতি মাসের ৯ তারিখ থেকে রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ।