বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে গেল। ১ বলে ১৮, ভাবছেন গল্পকথা, তা তা একেবারেই নয়, সম্পূর্ণ সত্যি। আসলে ১ বলে ১৮ অবিশ্বাস্য মনে হওয়াটার মধ্যে কোনও অস্বাভাবিকত্ব নেই, যদিও তেমনটাই বাস্তবে ঘটেছে। এর আগে ৬ বলে ছক্কা, এমনকি এক ওভারে ৩৭ রানের নজিরও রয়েছে। কিন্তু এক বলে ১৮ বোধহয় এর আগে কেউ দেখেননি কখনও।
এটা নিঃসন্দেহে বলা যায় যে, ক্রিকেটের ইতিহাসে এটি সবচেয়ে ‘দামী’ ডেলিভারি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এমনটা ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL)। যা ঘটেছে, তা দেখলে যে কেউ ভিরমি খাবেন। এমনকি ভ্রমও মনে হতে পারে। এক বলে ১৮ রান খেলেন এক বোলার। এই মারাত্মক ঘটনা ঘটেছে চিপক সুপার গিলিস এবং সালেম স্পার্টান ম্যাচে। মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে এই ঘটনা দেখা গেছে৷
স্পার্টান অধিনায়ক অভিষেক তানওয়ার ১৮ রান দেন। ২০ তম ওভারে শেষ বল খেলার আগে তিনি এক বলে এই রান দেন। ফলে সেই ওভারে মোট রান ওঠে ২৬ ৷ চিপকের রান পৌঁছে যায় ৫ উইকেটে ২১৭ রান। ঠিক কী হয়েছিল? তানওয়ার পঞ্চম বল অবধি ৮ রান দিয়েছিলেন৷ এরপরে তানওয়ার পঞ্চম বলে একটি নো বল করেন। এরপর শুরু হয় পরপর নো বলের ধারা। পঞ্চম বলটি নো বল করার পর, পরের বলটিও তিনি নো বল করেন। সেটায় চিপকের সঞ্জয় যাদব ৬ রান করেন। ফলে সেই বলে আসে মোট ৭ রান। তারপরের বলটিও অভিষেক নো বল করেন। তাতে ব্যাটার ২ রান নেন। মোট রান দাঁড়ায় ১১। আবার এর পরের বলে লাইন মিস করেন অভিষেক তানওয়ার, ফলে বলটি ওয়াইড হয়৷ এদিকে, ফাইনাল ডেলিভারি যেটা একটি লিগাল ডেলিভারি ছিল৷ সেটায় ছক্কা মারেন তিনি। এর জেরে এক বলে ১৮ রান চলে আসে৷
তানওয়ার ম্যাচের পরে বলেন, ‘‘আমাকেই নিতে হবে শেষ ওভারের দায়, চারটে নো বল একজন সিনিয়র বোলার হিসেবে হতাশজনক। হাওয়া আমাদের খেলায় একটা বড় ভূমিকা নিয়েছে৷’ এদিনের ম্যাচে স্পার্টান একেবারেই লড়াই দিতে পারেনি। তারা মাত্র ৯ উইকেটে ১৬৫ রান তুলতে পারে। তাঁরা ৫২ রানে হেরে যায় চিপকের কাছে।
আপনার মতামত লিখুন :