শনিবার, ১১ মে, ২০২৪

'O2কু সবার' নয়া সেফ হোম খুলে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন সৃজিত, আবীর

১২:০২ পিএম, জুন ১, ২০২১

'O2কু সবার' নয়া সেফ হোম খুলে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন সৃজিত, আবীর

বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ দেশব্যাপী ভয়াবহ আকার নিয়েছে মারণ করোনা। তবে বর্তমানে হ্রাস পাচ্ছে সংক্রমণ এর সংখ্যা। বাড়ছে সুস্থতার হারও। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে রূপ পরিবর্তন করে, আরও ভয়ানক চেহারা নিয়ে চলেছে মারণ করোনা। এরই মাঝে অক্সিজেন, বেড ইত্যাদিরও সঙ্কট দেখা দিচ্ছে। আর এই কঠিন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন বহু সাধারণ মানুষ সহ অনেক তারকায়। আর এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৃজিত মুখার্জি, আবীর চ্যাটার্জি, রানা সরকার, অর্কদীপ মল্লিকা নাথ এবং চৈতালি বিশ্বাস৷ তাদের এই উদ্যোগী কাজের নাম ‘O2কু সবার’।

উল্লেখ্য 'O2কু সবার' এর উদ্যোগে স্বল্প মূল্যে অক্সিজেনও সরবরাহ করা হয়েছে। আর এবার তারা ২৫ বেডের সেফ হোমের উদ্বোধন করলেন। সেফ হোমে চিকিৎসক, নার্স, ওষুধ সহ অক্সিজেন এর জোগান থাকবে বলে জানা গেছে। তাদের সহযোগিতায় রয়েছে ঢাকুরিয়ার আমরি হাসপাতাল ও গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। একথা সৃজিত মুখার্জি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন।

https://twitter.com/srijitspeaketh/status/1399273502956343299

অন্যদিকে তারা কলকাতার বিভিন্ন এলাকায় অক্সিজেন প্রয়োজন হলে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন। একাজের জন্য তাদের কাছে রয়েছে ১০ টি অক্সিজেন সিলিন্ডার। এছাড়া প্রয়োজনে ভ্রাম্যমাণ অক্সিজেন অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করে দিচ্ছেন তারা। বর্তমানে তারা কলকাতায় পথ চলা শুরু করলেও আগামী দিনে জেলায় জেলায় পরিষেবা দেবে 'O2কু সবার'। এছাড়া জানা যাচ্ছে, যাদের সামর্থ্য নেই তাদের বিনামূল্যেই পরিষেবা দিচ্ছেন তারা। তবে তারা আবেদন জানান যাদের সামর্থ্য রয়েছে তারা যেন সাহায্য করেন।