শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এবারের নির্বাচন লড়বেন না সূর্যকান্ত মিশ্র

০৯:১২ এএম, মার্চ ৩, ২০২১

এবারের নির্বাচন লড়বেন না সূর্যকান্ত মিশ্র

প্রার্থী তালিকা প্রকাশের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব শিবিরেই। তবে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে অন্য দলগুলিকে টেক্কা দিতে চলেছে সিপিএম। সূত্রের খবর, আজ বুধবার সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় নাম থাকছে না দলের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রের। আসন্ন ভোটে তিনি না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর পাশাপাশি বামেদের প্রার্থী তালিকায় একঝাঁক নতুন এবং তরুণ মুখকে এ বার দেখা যেতে পারে৷ তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষের নাম৷ সূত্রের খবর, দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে সিপিএমের হয়ে দাঁড়াতে পারেন ঐশী৷ এ ছাডাও টিকিট পেতে চলেছেন দেবজ্যোতি দাস, শতরূপ ঘোষের মতো ছাত্র নেতারাও৷

আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন৷ জানা গিয়েছে, নারায়ণগড় কেন্দ্র থেকে এবার সূর্যকান্ত মিশ্রের বদলে লড়তে পারেন সিপিএম নেতা ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস সিনহা৷ চণ্ডীতলা থেকে লড়তে পারেন মহম্মদ সেলিম৷ শালবনী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ৷ আর এক প্রবীণ বাম নেতা বিশ্বনাথ চৌধুরীও এ বার আর প্রার্থী হচ্ছেন না৷ বালুরঘাটে তাঁর বদলে প্রার্থী হচ্ছেন সুচেতা বিশ্বাস৷

প্রথম দফায় যে প্রার্থী তালিকা ঘোষিত হচ্ছে তাতে বেশ কিছু চমক থাকতে পারে। কেন্দ্র বদলে শালবনিতে প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী সুশান্ত ঘোষ। আর তাঁর পুরনো কেন্দ্র গড়বেতায় প্রার্থী হচ্ছেন তপন ঘোষ। ঝাড়গ্রামে প্রাক্তন ছাত্র নেত্রী মধুজা সেনরায় বাম প্রার্থী হচ্ছেন।এছাড়া তালডাঙায় অমিয় পাত্র, বাঁকুড়ার রানিবাঁধে দেবলীনা হেমব্রম, মানিকতলায় রূপা বাগচি, বেলেঘাটায় রাজীব বিশ্বাস, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে সৈকত গিরির প্রার্থী হওয়া প্রায় চূড়ান্ত। পাশকুড়ায় বর্তমান বিধায়ক ইব্রাহিম আলিকেই প্রার্থী করা হতে পারে।