মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

পাঠানোর পরও edit করতে পারবেন Whatsapp মেসেজ, কিভাবে? জানুন পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১১:৫৩ পিএম | আপডেট: জুন ৩, ২০২৩, ১২:৩০ পিএম

পাঠানোর পরও edit করতে পারবেন Whatsapp মেসেজ, কিভাবে? জানুন পদ্ধতি
পাঠানোর পরও edit করতে পারবেন Whatsapp মেসেজ, কিভাবে? জানুন পদ্ধতি

বর্তমান সময়ে সকলেই এখন স্মার্টফোনে অভ্যস্ত হয়ে পড়েছে। প্রায় সকলেই তো ব্যবহার করতে জানেন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর তো বিভিন্ন ধরণের সুবিধা রয়েছে, তেমন আবার অনেক অসুবিধাও কিছু রয়েছে। ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করেছেন, এবার তাতে তাতে সামান্য কোনও পরিবর্তন করতে হলেও গোটা মেসেজটি মুছে ফেলতে হত। তারপর আবার লিখতে হতো।

যাতে এই সমস্যা দূর করা যায়, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানান পরীক্ষা নিরীক্ষা করছিল হোয়াটসঅ্যাপ। এবার সকলের জন্যই বিশেষ ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এবার পাঠানোর পরও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা। জেনে নিন তার জন্য কি করতে হবে।

প্রথমে হোয়াটস অ্যাপে পাঠানো যে মেসেজটি এডিট করতে চান, সেটিতে লং প্রেস করুন। এবার দেখবেন সেখানে অনেকগুলি অপশন খুলে গেছে। তার মধ্যেই পেয়ে যাবেন এডিট, এবার সেটি বেছে নিন।

এভাবেই খুব সহজে এডিট করে ফলতে পারবেন মেসেজ। তবে হ্যাঁ, মেসেজ পাঠানোর পর মাত্র ১৫ মিনিট এই সুযোগ পাবেন। এডিট করা মেসেজের নিচেও দেখাবে ‘এডিট’ লেখা। যদিও এখুনি সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। তবে শীঘ্রই সকলের জন্যই মিলবে এই ফিচার। তাই নিজের হোয়াটসঅ্যাপ আপডেট রাখতে থাকুন।