YouTube ইতিমধ্যেই তার ব্যবহারকারীদের জন্য অনেক পরিবর্তন এনেছে। বেশ কয়েকটি বিশেষ ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে। YouTube ইতিমধ্যেই জানিয়েছে যে YouTube Stories পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
আসলে এই বিশেষ ফিচারটি ক্রিয়েটরদের পোস্ট আপডেট করতে দেয় যা 7 দিনের জন্য লাইভ থাকে। তবে এই ফিচারটি ২৬ জুন ২০২৩ থেকে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে আর কোনও YouTube ব্যবহারকারী এই ফিচার পাবেন না।
জানা গেছে যে YouTube-এর এই ফিচারটি প্রথম ২০১৮ সালে চালু করা হয়েছিল। প্রথম দিকে ১০ হাজার গ্রাহকের অ্যাকাউন্টের জন্য Story চালু করা হয়েছিল। তাহলে হটাৎ YouTube Stories কেন বন্ধ হচ্ছে? সংস্থাটির থেকে জানা গিয়েছে যে, রিল আকারে এই ফিচারটি চালু করা হয়েছিল।
কিন্তু YouTube Stories ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে খুব একটা জনপ্রিয় হতে পারেনি। এই ফিচারটির জনপ্রিয়তা কম থাকায় এই ফিচারটি চিরতরে বন্ধ করতে চলেছে YouTube।
আপনার মতামত লিখুন :