মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বছরের প্রথম রবিবার ঠাণ্ডার আমেজ! একধাক্কায় পারদ নামল কিছুটা, কেমন থাকবে আবহাওয়া?

০৯:৩২ এএম, জানুয়ারি ২, ২০২২

বছরের প্রথম রবিবার ঠাণ্ডার আমেজ! একধাক্কায় পারদ নামল কিছুটা, কেমন থাকবে আবহাওয়া?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বড়দিন এবং বর্ষ বরণের রাতে তেমন শিট ছিল না রাজ্যে। শিট না থাকার সেই আক্ষেপ সামান্য হলেও পুষিয়ে দিল এবার নতুন বছররে দ্বিতীয় দিন অর্থাৎ বছরের প্রথম রবিবার। শহর কলকাতায় একধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি। করোনার বাড়বাড়ন্তের কারণে কিছুটা বিধিনিষেধ জারি হলেও, নতুন বছরের প্রথম রবিবারে ঠাণ্ডার আমেজে মজে বাঙালি।

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর আগেই এর পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী, মেঘলাভাব সরে গেছে। আকাশ পরিষ্কার। রোদ ঝলমলে দিন। কাজেই ফের ঠাণ্ডায় কাঁপছে বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা নামতে পারে বলেও খবর। জানা গিয়েছে, আগামি ৭২ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে ধীরে ধীরে স্বাভাবিকের থেকেও তাপমাত্রা কিছুটা নীচে নামতে চলেছে। তাই কনকনানি ঠাণ্ডার অনুভূতি পেতে চলেছে রাজ্যবাসী।

রবিবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৬ শতাংশ।

তবে, নতুন বছরেও জাঁকিয়ে শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে তৈরি হবে এই ঝঞ্ঝা। যার জেরে আবারও রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ বাধার সৃষ্টি হবে। এর প্রভাবে ৫ তারিখ থেকে ফের রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলেও এর জেরে যে জলীয় বাষ্প তৈরি হবে তাতে কুয়াশার পরিমাণ বাড়বে।