শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এবার লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হল পূর্ব রেল কর্তৃপক্ষ!

০৫:৩২ পিএম, জুন ১৩, ২০২১

এবার লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হল পূর্ব রেল কর্তৃপক্ষ!

বংনিউজ২৪x৭ ডেস্কঃ দেশব্যাপী ভয়াবহ আকার নিয়েছে মারণ করোনা। তবে বর্তমানে হ্রাস পেয়েছে সংক্রমণের সংখ্যা। এবং বৃদ্ধি পাচ্ছে সুস্থতার হারও। করোনার দ্বিতীয় ঢেউয়ে রূপ পরিবর্তন করে, আরও ভয়ানক চেহারা নিয়ে চলেছে। করোনার ভয়াবহ পরিস্থিতিকে সামাল দিতে ইতিমধ্যেই ভারতীয় রেল বন্ধ করেছিল একাধিক স্পেশাল ট্রেন সহ এক্সপ্রেস ট্রেনও। এছাড়া রাজ্যেও প্রায় ২ মাস বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। চালু রয়েছে কিছু স্টাফ স্পেশাল ট্রেন। যাতে জরুরি বিভাগে কর্মরত কর্মীরা যাতায়াত করছেন।

তবে বর্তমানে দেশ সহ রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা আয়ত্তে এসেছে। চালু হচ্ছে দূরপাল্লার ট্রেন, এমনকি স্পেশাল ট্রেন চলাচলের সংখ্যাও বাড়ানো হচ্ছে। তবে এরপরেও যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ট্রেনে শারীরিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে পরছে। আর সেকারণেই পূর্ব রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চলাচল করার আবেদন জানিয়েছেন রাজ্য সরকার কে।

প্রসঙ্গত রাজ্যে করোনা বিধিনিষেধ জারি হওয়ার পর জরুরি বিভাগে কর্ম রত কর্মীদের কর্মস্থানে যাওয়ার জন্য কিছু স্পেশাল ট্রেন চালু ছিল। পরবর্তীতে রাজ্য সরকারের নির্দেশে স্বাস্থ্য ও অন্যান্য কয়েকটি বিভাগের কর্মীরাও চালু থাকা স্পেশাল ট্রেন গুলিতে যাতায়াত শুরু করেন। বর্তমানে প্রায় ৩৪০টির মতো স্টাফ স্পেশাল ট্রেন (শিয়ালদা ও হাওড়া ডিভিশন মিলিয়ে) চলাচল করছে বলে জানা গেছে। তবে এই স্পেশাল ট্রেন গুলিতে বর্তমানে সাধারন মানুষরাও উঠে পরছেন। ফলে স্পেশাল ট্রেন গুলির ওপর যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। এবং শারীরিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে পরছে। আর তাই ফের সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। তাই স্পেশাল ট্রেন গুলির ওপর যাত্রি চাপ কমাতে রাজ্যে লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে পূর্ব রেলের তরফে জানা গেছে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যাও। এছাড়া ১৬ই জুন থেকে চালু হচ্ছে কয়েক জোড়া দূরপাল্লার ট্রেন। দেখে নিন তালিকা.. হাওড়া ও শিয়ালদহ - নিউ দিল্লি এসি স্পেশ্যাল, হাওড়া ও শিয়ালদহ-বিকানের স্পেশ্যাল, শিয়ালদহ - নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল, শিয়ালদহ - বালিয়া স্পেশ্যাল, শিয়ালদহ - জয়নগর স্পেশ্যাল, শিয়ালদহ - আলিপুরদুয়ার স্পেশ্যাল, শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, হাওড়া- রাঁচি শতাব্দী স্পেশ্যাল, হাওড়া- কাটিহার স্পেশ্যাল, হাওড়া- যোগনগরী হৃষিকেশ স্পেশাল, হাওড়া- দেরাদুন স্পেশ্যাল, হাওড়া- ভোপাল স্পেশ্যাল, হাওড়া- লালকুয়া স্পেশ্যাল, হাওড়া- আগরতলা স্পেশ্যাল, হাওড়া- গুয়াহাটি স্পেশ্যাল, হাওড়া- রক্সৌল এক্সপ্রেস, কলকাতা- বালুরঘাট স্পেশ্যাল, কলকাতা- হলদিবাড়ি স্পেশ্যাল।