শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শান্তিপুর এবং চাপড়া থানার যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া ছেলে ফিরলো ঘরে

০২:১৯ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০২১

শান্তিপুর এবং চাপড়া থানার যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া ছেলে ফিরলো ঘরে
নিজস্ব প্রতিবেদনঃ নদিয়াঃ মলয় দেঃ গতকাল বিকাল থেকে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের নৃসিংহপুর পুকুর পাড় এলাকায় ১৪/১৫ বছর বয়সী এক কিশোরকে ইতস্তত ভাবে ঘুরে বেড়াতে দেখে ওই এলাকার অধিবাসীবৃন্দ। পরিচিত অনুপ সাহা এবং প্রদ্যুৎ মহলদার কে বিষয়টি জানালে তারা ওই বাচ্চাটাকে শান্তিপুর থানায় নিয়ে আসে সন্ধ্যা সাতটা নাগাদ! এরপর দীর্ঘক্ষণ তার পরিচয়, আগমন হেতু জানতে চাইলেও অস্পষ্ট কথা এবং ছেলেমানুষি স্বভাবের জন্য কিছুই জানা সম্ভব হয়নি! তবে একবার পাকুরিয়া, এবং বাবার নাম ইবাদুল বলার সূত্র ধরে শান্তিপুর থানার ওসি সুমন দাস চাপড়া থানার আইসির সাথে যোগাযোগ করেন। ঘটনাচক্রে দেখা যায় ওই থানায় একটি মিসিং ডায়েরি করেন ইবাদুল নামে এক ব্যক্তি। সেখান থেকে পাঠানো ছবি হুবহু মিলে যায় উদ্ধারকৃত ওই কিশোরের সাথে। আর তারপরই চাপড়া থানার সহযোগিতায় ওই পরিবারের লোকজন রাত সাড়ে বারোটা নাগাদ শান্তিপুর থানায় উপস্থিত হয়। এবং তাদের হারিয়ে যাওয়া পুত্রের সাথে যোগাযোগ হয়। অবশেষে চোখের জল মুছে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যায় তারা।