বুধবার, ০৮ মে, ২০২৪

করোনা পরিস্থিতিতে কেন্দ্রের নয়া উদ্যোগ! নির্মিত হতে চলেছে ১০০ টি বেড বিশিষ্ট ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল

০৬:১৫ পিএম, জুন ১৪, ২০২১

করোনা পরিস্থিতিতে কেন্দ্রের নয়া উদ্যোগ! নির্মিত হতে চলেছে ১০০ টি বেড বিশিষ্ট ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল

বংনিউজ২৪x৭ ডেস্কঃ করোনার জেরে দেশব্যাপী নাজেহাল হয়ে উঠেছে গতবছর থেকেই। গতবছরের পর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের করোনা মাথা চাড়া দিয়ে উঠেছে। করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক আকার ধারণ করেছিল দেশে। এমনকি হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের সঙ্কটও দেখা গেছে। হাসপাতালগুলির এক সঙ্কটময় ছবি উঠে এসেছিল সকলের সামনে। আর এই পরিস্থিতি সামাল দিতে এবার নয়া উদ্যোগ নিল কেন্দ্র সরকার।

উল্লেখ্য এবার কেন্দ্র সরকার ১০০ টি বেড বিশিষ্ট ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল (Modular Hospital) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার সূত্র মারফত জানা গেছে, দেশের বিভিন্ন রাজ্যে যেসব হাসপাতাল রয়েছে সেগুলির অংশ হিসেবেই তৈরি হবে নয়া প্রযুক্তি সম্পন্ন মডিউলার হাসপাতলগুলি।

অন্যদিকে জানা গেছে, কেন্দ্রীয় সরকার প্রায় ৩ কোটি টাকা খরচ করে ১০০ টি বেড বিশিষ্ট ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মাত্র ৩ সপ্তাহের মধ্যেই মডিউলার হাসপাতাল তৈরির কাজ শেষ হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, ৬ - ৭ সপ্তাহের মধ্যে মডিউলার হাসপাতালগুলিতে পরিষেবাও শুরু হয়ে যাবে বলে জানা গেছে।

এছাড়া জানা গেছে, প্রায় ২৫ বছর পর্যন্ত এই মডিউলার হাসপাতালগুলি স্থায়ী থাকতে পারবে। অন্যদিকে হাসপাতালগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত সহ ভেঙে ফেলাও যেতে পারে ৭ দিনের কম সময়ে বলে জানা গেছে। মডিউলার হাসপাতালের প্রথম পরিষেবা রাইপুর, বিলাশপুর, পুনে, অমরাবতী, মহালি, জালনা তে শুরু হবে। জানা গেছে ২০, ৫০ ও ১০০ টি বেড বিশিষ্ট হাসপাতাল নির্মিত হবে বেঙ্গালুরুতে। এবং ২০টি বেডের একটি হাসপাতাল রাইপুরে নির্মিত হবে।