বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪

পুলিশের সাধু প্রয়াস! সমাজের প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গতা দূর করতে শিলিগুড়িতে চালু হল সম্মানের বাড়ি

০১:২৪ পিএম, নভেম্বর ১৫, ২০২১

পুলিশের সাধু প্রয়াস! সমাজের প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গতা দূর করতে শিলিগুড়িতে চালু হল সম্মানের বাড়ি

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ ওঁরা নিঃসঙ্গ! পরিবার-পরিজন থেকে দূরে। একাকীত্বের জীবন অতিবাহিত করেন। সংসারে ওনারা ব্রাত্য। তাই তাঁদের জন্য পুলিশের পক্ষ থেকে নেওয়া হল বিশেষ উদ্যোগ। শিলিগুড়ি শহরের প্রবীণদের জীবনের নিঃসঙ্গ, একাকীত্ব দূর করতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ির পুলিশ কমিশনারেট। পুলিশের উদ্যোগে শহরের প্রবীণদের জন্য চালু করা হল, ‘সম্মানের বাড়ি’ নামের এক বিশেষ প্রকল্প।

এই প্রকল্পে পুলিশের সঙ্গে রয়েছে একটি সেচ্ছাসেবী সংস্থাও। শিলিগুড়ির উত্তরায়নে পুলিশ ফাঁড়ির কাছে তৈরি করা হয়েছে এই বাড়ি। এখানে প্রবীণদের জন্য এক ছাদের তলায় রয়েছে বিনোদনের বন্দোবস্ত, থাকছে ধ্যান করার ঘর, লাইব্রেরী ও বৈঠকখানা। এছাড়াও প্রাথমিক চিকিৎসার সুবিধা-সহ, এই ভবনের ভিতরে একটি ছোট ইনফার্মারিও স্থাপন করা হয়েছে। যেখানে সম্মানের সদস্যরা রক্তচাপ এবং ব্লাড সুগার ইত্যাদির প্রাথমিক পরীক্ষাও করাতে পারবেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে প্রবীণরা নাগরিকরা এসে ঘরোয়া পরিবেশে বিশ্রাম নিতে পারেন, টেলিভিশন দেখতে, গল্প করতে পারবেন, বই পড়তে এবং তাঁদের বন্ধুদের সঙ্গ উপভোগ করতে পারেন।