শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগদেবীর আরাধনায় পৌরোহিত্য করে নজির গড়লেন এই মহিলা পুরোহিত

১২:০১ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২১

বাগদেবীর আরাধনায় পৌরোহিত্য করে নজির গড়লেন এই মহিলা পুরোহিত
নিজস্ব প্রতিবেদনঃ নদিয়াঃ মলয় দেঃ গতকাল ছিল সরস্বতী পুজা। আর এবার নদিয়ার কৃষ্ণনগরে ইচ্ছে স্পোকিং ইংলিশ স্কুলে বাগদেবীর ব্যতিক্রমী পুজো দেখা গেল। উল্লেখ্য বাগদেবীর আরাধনায় ওই স্কুলে পৌরোহিত্য করেন স্থানীয় ছবি চ্যাটার্জী। এর জন্য পৌরোহিত্য করা ছবি চ্যাটার্জী ওই ইংরেজি স্কুলের দায়িত্বে থাকা সার্তকী বাবুকেই কৃতিত্ব দেন। পৌরোহিত্য করা ছবি চ্যাটার্জী জানান, সাহসী পদক্ষেপ নিয়েছেন সার্তকী বাবু, তিনি শুধুমাত্র অংশগ্রহণ করেছেন মাত্র। তবে তিনি বিশ্বাস করেন এই পূজা আজ ব্যতিক্রমী হলেও অদূর ভবিষ্যতে এই সংকীর্ণতা দূর হবে। প্রসঙ্গত অতীতে মাতৃতান্ত্রিক সমাজে ক্ষনা, অরুন্ধতী, তার পরবর্তীতে সারদা মায়ের কথা আমাদের সকলেরই জানা। প্রায় সকলের মনেই নারী-পুরুষ ভেদাভেদের বীজ বপন করা না থাকলেও, চলে আসা রীতি লংঘন করার সাহস থাকে না! তাও যে সে বিষয় নয়! বিদ্যার দেবী বাগদেবীর পুজো বলে কথা! [caption id="attachment_2044" align="alignnone" width="1200"]বাগদেবীর আরাধনায় পৌরোহিত্য করে নজির গড়লেন এই মহিলা পুরোহিত বাগদেবীর আরাধনায় পৌরোহিত্য করে নজির গড়লেন এই মহিলা পুরোহিত / ফাইল ছবি [/caption] আর এদিন নদিয়ার কৃষ্ণনগরে ইচ্ছে স্পোকিং ইংলিশ স্কুলে এইরকমই ব্যতিক্রমী পুজো করে এক অন্যরকম সাহস দেখালো বলা। প্রসঙ্গত বেশকয়েকমাস আগে মুক্তি পেয়েছিল বাংলা সিনেমার অন্যতম একটি সিনেমা “ব্রহ্মা জানেন গোপন কম্মটি” মুক্তি পেয়েছিল। যেখানে মূলত মহিলারা পৌরোহিত্য করার বিষয়টি তুলে ধরা হয়। আর বর্তমানে নানা বিবাহ অনুষ্ঠানেও মহিলাদের বিয়ে দিতেও দেখা যাচ্ছে। সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রিতে “ওম-মিমি” এর বিবাহ সম্পন্ন হয় মহিলা পুরোহিতের দ্বারা।