শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

যেন সুকুমার রায়ের 'পালোয়ান'! যখন তখন কাঁধে ঘোড়া-মোষ তুলে নিচ্ছেন এই ব্যক্তি! দেখুন ভিডিও

০৯:০৬ পিএম, মার্চ ১০, ২০২১

যেন সুকুমার রায়ের 'পালোয়ান'! যখন তখন কাঁধে ঘোড়া-মোষ তুলে নিচ্ছেন এই ব্যক্তি! দেখুন ভিডিও

'খেলার ছলে ষষ্ঠীচরণ, হাতি লোফেন যখন তখন' সুকুমার রায়ের 'পালোয়ান' কবিতার কথা মনে পড়ে? সেই যেখানে খেলার ছলে যখন তখন হাতি লুফতেন ষষ্ঠীচরণ নামক সেই পালোয়ান। তেমনই এক ব্যক্তির সাক্ষাৎ মিলল বাস্তবেও। তবে হাতি নয়, খেলার ছলে হাসতে হাসতে তিনি কাঁধে তুলে নেন বিশালাকার সব ঘোড়া-মোষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। যা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।

[embed]https://www.instagram.com/tv/CLencMIHAVS/?utm_source=ig_web_copy_link[/embed]

জানা গিয়েছে, ব্যক্তিটি আসলে ইউক্রেনের বাসিন্দা। বছর ৪১-এর বলশালী সেই ব্যক্তির নাম ডিমিট্রো খালাদঝি। তবে নেটিজেনরা তাঁর নাম দিয়েছেন 'ভীম'। প্রসঙ্গত, মহাকাব্য 'মহাভারত'-এর এক অন্যতম মুখ্য চরিত্র ছিলেন ভীম। যিনি ছিলেন অসীম বলশালি। তাই তাঁর সঙ্গে ডিমিট্রোর তুলনা করে সেই নামেই ডাকা হচ্ছে তাঁকে।

ইউক্রেনেরই এক সার্কাসে কাজ করেন ডিমিট্রো। কর্মসূত্রে তাই ভারী জিনিস বহন করতে তিনি ওস্তাদ। এক হাতে প্রায় ১৫০ কেজি ওজন তুলতে সক্ষম ডিমিট্রো। এর আগে ৬ জন মানুষকে একসঙ্গে কাঁধে তুলতেন তিনি। ইদানীং পূর্ণ বয়স্ক ঘোড়া বা বিশালাকার মোষকেও অনায়াসেই বাগে আনতে পারেন। তুলে নেন নিজের কাঁধে। ইতিমধ্যেই ৬৩ টি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও উঠে গিয়েছে তাঁর।