শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘উপনির্বাচনে হারবে তৃণমূল’! তৃণমূল নেতা মুকুল রায়ের মন্তব্যে বঙ্গ রাজনীতিতে তুমুল শোরগোল

১০:৩১ পিএম, আগস্ট ৬, ২০২১

‘উপনির্বাচনে হারবে তৃণমূল’! তৃণমূল নেতা মুকুল রায়ের মন্তব্যে বঙ্গ রাজনীতিতে তুমুল শোরগোল

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রথমে তৃণমূলে, সেখান থেকে বিজেপিতে যোগদান, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন। পরে একুশের নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে অনেক বেশি ভোটে জিতেও, ফের তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়। কিন্তু এবার সেই মুকুল রায়ের মন্তব্যেই বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে গেল। কেন? মুকুল রায়ের গলায় বিজেপির জন্য উপনির্বাচনে জয়ের আশার কথা শোনা গেল। তাও আবার তিনি নিজের কেন্দ্রে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন মুকুল রায়। তিনি এদিন বলেন, ‘উপনির্বাচনে হেরে যাবে তৃণমূল’।

মুকুল রায়ের এই বিস্ফোরক মন্তব্যের পর বঙ্গ রাজনীতিতে ফের শোরগোল পড়ে যায়। খোদ দলের নেতার এমন মন্তব্যে শুক্রবার হইচই পড়ে যায়। এদিন মুকুল রায় কৃষ্ণনগর পৌরসভায় গিয়েছিলেন সাংগঠনিক কাজে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিজেপির এই বিধায়ক দলত্যাগ করে তৃণমূলে যোগ দিলেও, খাতায়-কলমে এখনো তিনি বিজেপি বিধায়কই। আর তাই এদিনের তাঁর করা ভবিষ্যৎবাণী ‘উপনির্বাচনে তৃণমূল হারবে এবং বিজেপি জিতবে’, নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে যায়।

এদিন কৃষ্ণনগর পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হলে, সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয় যে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, কী বলবেন? সাংবাদিকদের কথা শুনে তিনি কারণ জানতে চান। উত্তরে বলা হয় যে, উপনির্বাচন দ্রুত করার ব্যাপারে। এই কথা শুনেই, মুকুল রায় বলেন, ‘দেখা যাক, উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এখানে, কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে। নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে এখানে।’

https://www.youtube.com/watch?v=hg_waEeqQio&t=106s

মুকুল রায়ের এই মন্তব্য করার সময় পাশে থাকা তৃণমূল নেতারা একাধিকবার তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু মুকুল রায় তাঁদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে, নিজের কথাই বলে চলেন। তবে, কিছুক্ষণ পরেই তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং তা শুধরেও নেন সঙ্গে সঙ্গে। তিনি নিজের মন্তব্য শুধরে নিয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস নিজস্ব ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।’ এর পরেই পাশে থেকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘তার মানে বিজেপি হেরে যাবে বলতে চাইছেন?’ এর উত্তরে কৃষ্ণনগরের বিধায়ক বলেন, ‘নিঃসন্দেহে। নিঃসন্দেহে। বিজেপির অস্তিত্ব থাকবে না।’