মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দিল্লিই 'পাখির চোখ'! ২১ জুলাই এবার রাজধানীতেও ভার্চুয়ালি পালিত হবে ‘শহিদ দিবস’!

০২:৫১ পিএম, জুলাই ১৪, ২০২১

দিল্লিই 'পাখির চোখ'! ২১ জুলাই এবার রাজধানীতেও ভার্চুয়ালি পালিত হবে ‘শহিদ দিবস’!

লক্ষ্য ২১ জুলাইয়ের কর্মসূচিকে জাতীয় স্তরে পৌঁছানো। তাই দিল্লিকে 'পাখির চোখ' করে, ২১ জুলাই এবার রাজধানীতেও পালিত হতে চলেছে তৃণমূলের ‘শহিদ দিবস’। তবে করোনা আবহে তা হবে ভার্চুয়ালি। সূত্রের খবর, ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনা যাবে দিল্লিতেও। বৃহত্তর রাজনীতিকে মাথায় রেখেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, করোনা কালে গতবছর প্রথমবারের মতো ভার্চুয়ালি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি-নিয়ম মেনে বুথে বুথে পালিত হয়েছিল শহিদ দিবস। এবছরও করোনা সংক্রমণের আশঙ্কা বিন্দুমাত্র কম নয়। তারপর দেশে শীঘ্রই আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। তাই গত বছরের মতো এ বছরও ভার্চুয়ালি শহিদ দিবস পালনের কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলের তরফে টুইটারের মাধ্যমেও একই কথা জানানো হয়। তৃণমূল নেত্রী জানিয়েছেন, ভার্চুয়াল মাধ্যমেই প্রতিটি ব্লকে এই বছর পালিত হবে ২১ জুলাই।

পাশাপাশি সেই অনুষ্ঠান দিল্লিতেও নিয়ে যাওয়ার পরিকল্পনা তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, এবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে দলের পার্টি অফিসের বাইরে পালিত হতে চলেছে তৃণমূলের শহিদ দিবস। সেই সময় সংসদের বাদল অধিবেশন চলবে। ফলে লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ দিল্লিতেই থাকবেন। তাই দিল্লির তৃণমূল দপ্তরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেখানে মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য শোনানো হতে পারে।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, "করোনার কারণে এবারও ভার্চুয়ালি শহিদ দিবস পালন করা হচ্ছে। দেশের যে যে জায়গায় তৃণমূল কংগ্রেসের সদস্য-সমর্থক রয়েছেন, সেখানেই তৃণমূল নেত্রীর ভাষণ শোনা যাবে। দিল্লির তৃণমূলের দপ্তরেও একইভাবে ২১ জুলাই পালিত হবে। ওই সময় দিল্লিতে লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ থাকবেন। সেই সকল সাংসদরা যাতে শহিদ দিবসে শামিল হতে পারেন, সেই কারণেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।"

https://twitter.com/AITCofficial/status/1414979428061384705?s=20

যদিও এর পিছনে আসল লক্ষ্য দিল্লির মসনদ দখল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যে তৃতীয় বার সরকার গঠনের পরে এবার তৃণমূলের লক্ষ্য ২০২৪-এর নির্বাচন অর্থাৎ দিল্লি দখল। তার কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা। আগামী ২১ জুলাইয়ের বার্তায় সে বিষয়েও দিশা দেখাতে পারেন তৃণমূল সুপ্রিমো। তাই সদ্য নির্বাচন জিতে ওঠার পর এ বছরের 'শহিদ দিবস' বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে জানা গিয়েছে, দিল্লি ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যেও ২১শে জুলাই পালিত হতে চলেছে।