শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজ আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, থাকতে পারে বড় চমক

০৯:৫১ এএম, মার্চ ১৮, ২০২১

আজ আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, থাকতে পারে বড় চমক

দফায় দফায় প্রার্থীর তালিকা প্রকাশ করছে বিজেপি। আজ বৃহস্পতিবার ফের একবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। সূত্রের খবর এই তালিকায় থাকতে পারে প্রার্থী চমক।

ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে মুকুল রায়কে এবার দাঁড় করানো হতে পারে বিধানসভা নির্বাচনে। একইসঙ্গে এই গুঞ্জনে নাম জড়িয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষেরও। সূত্রের খবর আজকের প্রার্থী তালিকায় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা থেকে প্রার্থী হিসেবে নাম উঠে আসতে পারে মুকুল রায়ের।

ইতিমধ্যেই চার দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। সেখানে একাধিক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর নাম ছিল। পাশাপাশি বেশকিছু প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কর্মীসমর্থকরা। এ নিয়ে ইতিমধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেছে দফায় দফায়। কারণে প্রার্থী অসন্তোষ হচ্ছে তা নিয়ে বারবার খোলামেলা আলোচনা করেছেন তারা।

অন্যদিকে জানা যাচ্ছে অমিত শাহ কিংবা জেপি নাড্ডা চাইছেন মুকুল রায় দিলীপ ঘোষের মতো প্রথম সারির নেতাদের প্রার্থী করতে। নিয়ে গতকাল বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় বিজেপির। সূত্রের খবর, হাতের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুরের নাম থাকতে পারে এদিনের প্রার্থী তালিকায়।

বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে ইতিমধ্যেই সাত দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন অষ্টম জাপার প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে। আগামীকাল সেই আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি।