শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায়, বনগাঁ শাখায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা! বন্ধ ট্রেন চলাচল

০৫:৫৪ পিএম, মার্চ ১৩, ২০২১

ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায়, বনগাঁ শাখায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা! বন্ধ ট্রেন চলাচল

বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে বনগাঁ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এর জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। আজ ঝোড়ো হাওয়ায় চাঁদপাড়ায় ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায়, বিপর্যস্ত হয়ে পড়ে বনগাঁ শাখার ট্রেন পরিষেবা। এর জেরে দুপুর তিনটে থেকে বনগাঁ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

জানা গিয়েছে যে, ওভারহেডের তার মেরামতির কাজ শুরু হয়েছে। তাই এই কাজ শেষ না হওয়া পর্যন্ত, এই শাখায় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, আজ দুপুর তিনটে নাগাদ হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে।

এর জেরে বনগাঁ শাখার চাঁদপাড়া স্টেশনের কাছে ওভারহেডের উপর গাছ ভেঙে পড়ে। দুপর থেকেই বনগাঁ শাখার আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখন ট্রেন পরিষেবা চালু হয়নি। ওভারহেডের তার মেরামতির কাজ জারি রয়েছে।

জানা গিয়েছে, যে সময় ওভারহেডের উপর গাছ ভেঙে পড়ে, সেই সময় আপ রানাঘাট-লালগোলা লোকাল ওই স্টেশনে ছিল। গাছ ভেঙে পড়ে ট্রেনের চালকের সামনের উইন্ড স্ক্রিন ভেঙে যায়। আজকের এই ঘটনায় নিত্যযাত্রীদের হয়রানি হতে হচ্ছে। এখন তাঁরা পরিস্থিতি ঠিক হওয়ার অপেক্ষায়।