শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গোয়া নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে তৃণমূল

০৯:০৮ এএম, নভেম্বর ১৩, ২০২১

গোয়া নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে তৃণমূল

গোয়া নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই কলকাতায় বৈঠকে যোগ দিতে এসেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরিও। গোয়ার নির্বাচনের রণ নীতি নিয়েই মূলত আলোচনা হবে বৈঠকে। প্রসঙ্গত, গোয়ায় তৃণমূলের দায়িত্বে রয়েছেন লুইজিনহো ফালেইরিও।

তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে একাধিক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবে। মূলত সৈকত রাজ্যের নির্বাচনী কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। গোয়ায় আগামী দিনের প্রচার পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। জানা গিয়েছে,আগামী দিনে গোয়ায় প্রচারে যাবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

ত্রিপুরার ক্ষেত্রে দেখা গিয়েছে, তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব বারবার সেই রাজ্যে গিয়েছেন প্রচারের জন্য। একইসঙ্গে বিশেষ কমিটি গঠন করে জনসংযোগ বাড়ানোয় জোর দেওয়া হচ্ছে। সেই মতই এবার গোয়ার ক্ষেত্রেও একই পন্থা নিতে চলেছে তৃণমূল। সেই কারণেই এই বৈঠকে ওই রাজ্যে কাদের কিভাবে প্রচারে নামানো হবে সেই নিয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে, ইতিমধ্যেই গোয়ায় গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে নতুন ভোরের আশ্বাস দিয়েছেন তিনি। অর্থাৎ জনসংযোগ বাড়ানোর কাজ তৃণমূল যে সেই রাজ্যে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।