বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪

‘ভারত মমতা দিদি কে চায়' ট্যুইটারের নয়া ট্রেন্ডিং! মুহূর্তে ভাইরাল

০৩:০৮ পিএম, মে ২৮, ২০২১

‘ভারত মমতা দিদি কে চায়' ট্যুইটারের নয়া ট্রেন্ডিং! মুহূর্তে ভাইরাল

বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যে শেষ হয়েছে ভোট যুদ্ধ। রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর এবারের নির্বাচনে তৃণমূল শিবিরের অন্যতম শ্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়'। আর এবার এই শ্লোগান কে কেন্দ্র করে ট্যুইটার ট্রেন্ডিং হয়ে উঠল ‘ভারত মমতা দিদি কে চায়'।

https://twitter.com/nakspeaking/status/1397832342387920898

উল্লেখ্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম ট্যুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে #ইন্ডিয়াওয়ান্টসমমতাদি অর্থাৎ ভারত মমতা দিদি কে চায়। আর এই ট্রেন্ডিং থেকেই বোঝা যাচ্ছে যে, নেটিজেনদের একাংশের বিশ্বাস জন্মেছে যে আগামী লোকসভা নির্বাচনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নেতৃত্ব দিতে পারেন। আর এবিষয়ে অনেকেই ট্যুইটারে ট্যুইটও করেছেন।

https://twitter.com/KapilSecular/status/1397871447704408065 https://twitter.com/SupratimChakr/status/1397816282024611840

প্রসঙ্গত, ৩৪ বছরের সিপিএম শাসন কে হারিয়ে ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন মমতা ব্যানার্জি ও তার দল। আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মনোভাব বর্তমানে বাংলা সহ গোটা ভারতের মন জয় করেছে বলা যায়। তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সাথে লড়াইয়ের জন্য মমতা ব্যানার্জিকেই চাইছে বিরোধী দলের একাংশ সহ নেটজনতার একাংশও। আত বর্তমান ট্যুইটার ট্রেন্ডিং নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।

https://twitter.com/VidyanandAITC/status/1397815553415254022