শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘আমি রবীন্দ্রনাথের সম্মান আরও বাড়াতে চেয়েছি’, নিজ মন্তব্যে অনড় থেকে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

০৫:০৩ পিএম, আগস্ট ১৯, ২০২১

‘আমি রবীন্দ্রনাথের সম্মান আরও বাড়াতে চেয়েছি’, নিজ মন্তব্যে অনড় থেকে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ‘রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে, তাঁকে কোলে নিতেন না তাঁর মা এবং পরিবারের অনেকেই।’ বুধবার বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক চরমে ওঠে।

তবে, বিতর্ক শুরু হতেই, এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার দাবি করেন, কবিগুরুর সম্মান বাড়াতেই, তিনি এমন দাবি করেছেন। যদিও রবীন্দ্র বিশেষজ্ঞরা আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়েছেন। তাও নিজের মন্তব্য থেকে সরছেন না মন্ত্রী সরছেন না সুভাষ সরকার। এদিন ফের তাঁর ওই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বলেন যে, ‘আমি কী পরিপ্রেক্ষিতে বলেছি, তা বুঝতে ভুল করছেন বলেই এই বিভ্রান্তি।’

বুধবার বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর, সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর রাতেই এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কে জড়ানো উচিত নয়। আমি যা বলেছি তার রেকর্ড আগে নিতে হবে। আমাকে কেউ বললে তাঁকে আমি লিঙ্ক দিয়ে দেব। আমি রবীন্দ্রনাথের সম্মান আরও বাড়াতে চেয়েছি।’ কিন্তু তিনি যে, নিজের বক্তব্য থেকে সরছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

উল্লেখ্য, আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘এই রায়ে শুধু যে বিজেপি খুশি তা নয়, এতে সাধারণ মানুষ খুশি হয়েছেন।’ আজ পুরুলিয়ায় শহীদ যাত্রায় অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রীl