বংনিউজ ডিজিটাল ডেস্ক: বর্তমান দিনে ছেঁড়া ফাটা জিন্স ‘ইন ফ্যাশন’। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই পরছে এই জিন্স। কিন্তু অনেক বয়স্ক মানুষদের চোখেই অদ্ভুত ঠেকছে ফাটা জিন্স।
ফাটা জিন্সের সাথে সাথে ফাটা জামার কদরও আজকাল তুঙ্গে। এক সান্ধ্য ইভেন্টে ছেঁড়া ডেনিমের সাথে জিন্সের জ্যাকেট পরিহিত অবস্থায় এসেছিলেন সুপারস্টার দেব। সেই সান্ধ্য আয়োজনে টলিউডের অনেক নায়ক নায়িকার সাথে উপস্থিত ছিলেন উষা উত্থুপ। এই বর্ষীয়ান গায়িকার চোখে দৃষ্টিকটু লাগে দেবের টর্ন জিন্সের ফ্যাশন।
দেবকে ডেকে তিনি বলেন ‘পুট ইয়োর লেগ হিয়ার!’ তারপর রীতিমতো সুচসুতো বের করে সেলাই করে দেন দেবের জিন্স। ভিডিওটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে। ঘটনাটিকে ঘিরে তীব্র হাসির ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন ভিডিও:
🤭🤭😂😂
Boni Roy ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ನವೆಂಬರ್ 5, 2018