শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফের ভয়াবহ তুষারধসের সম্মুখীন উত্তরাখন্ড! জারি হল হাই অ্যালার্ট, রইলো ভিডিও

০২:৩৮ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০২১

ফের ভয়াবহ তুষারধসের সম্মুখীন উত্তরাখন্ড! জারি হল হাই অ্যালার্ট, রইলো ভিডিও
বংনিউজ২৪x৭ ডেস্কঃ টানা কয়েকদিন বৃষ্টির ফলে ক্রমাগত বেড়ে চলেছে জলস্তর। বৃষ্টির সাথে সাথে তুষারপাতের দেখা মিলেছে উত্তরাখণ্ডে। আর তারফলেই উত্তরাখণ্ডে তুষারধসের সৃষ্টি হয়। এরফলে ফাটল ধরেছে ধৌলিগঙ্গার দুটি নির্মীয়মাণ বাঁধে, ভেঙে পড়েছে নন্দাদেবীর হিমবাহ। এছাড়া ভেসে গেছে আরও দুটি সেতু সহ প্লাবিত হয়েছে জোশীমঠ। https://twitter.com/chamolipolice/status/1358303842119553024 সত্যিই প্রকৃতির তান্ডবের কাছে আমারা বড়ই অসহায়। উত্তরাখন্ডের এই তুষারধস আবারও মনে করিয়ে দিল ৮ বছর আগের কেদারনাথের ভয়াবহ বন্যার কথা। সুত্র মারফৎ জানা যাচ্ছে চামোলি হিমবাহে ফাটলই এই ধসের সুত্রপাত। এরফলে জোশীমঠের পাশাপাশি গ্রামগুলিতেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রেও প্রচুর ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট সহ তিনটি হেল্পলাইন নম্বর—৯১১৩৫২৪১০১৯৭; ৯১১৮০০১৮০৪৩৭৫; ৯১৯৪৫৬৫৯৬১৯০। https://www.facebook.com/pahadicommunity.in/videos/236662011431385 প্রসঙ্গত ধুলিগঙ্গার কাছে অবস্থিত গ্রামগুলি দ্রুত খালি করার কাজ শুরু করা হয়েছে। উদ্ধার কাজে নেমেছে SDRF, ITBP ,NDRF। চামোলির তপোবন এলাকার রাণী গ্রামের কাছে থাকা বিদ্যুৎ প্রকল্পতেও ক্ষতি হয়েছে। অন্যদিকে উত্তরাখন্ড প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ১৫০ জন নিখোঁজ। জলের স্রোতে অনেকেই ভেসে গেছে বলে জানা যাচ্ছে। এমত পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্রা সিং রাওয়াত টুইট করে বলেন, এই পরিস্থিতি সামলাতে সকলের পদক্ষেপ জরুরি। দেখে নিন ট্যুইট টি.. https://twitter.com/tsrawatbjp/status/1358294318994358274