সোমবার, ০২ অক্টোবর, ২০২৩

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে! বাংলায় জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ১১, ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: জুন ১১, ২০২৩, ০৭:০৪ পিএম

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে! বাংলায় জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি
আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে! বাংলায় জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বর্ষার আগমন ঘটে চলেছে। কারণ উত্তরবঙ্গে আর কয়েক ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করবে বলেই জানা গিয়েছে। তবে, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আগামী ৩ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকবে বলেই জানতে পারা গিয়েছে।

এদিকে, সন্ধের পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ একটু আধটু বৃষ্টি হয়েছে বা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ অবশ্য আগের আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কমবেশি দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া কলকাতা ও বীরভূমে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিন হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় ঘণ্টায় ৪০ কিমি বেগে বেয়েছে ঝোড়ো হাওয়া ৷

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুরে ঝড়বৃষ্টি হয়েছে ৷ কিছু এলাকাতে আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে ৷ জারি থাকবে হলুদ সতর্কতাও। ১২ জুন অর্থাৎ সপ্তাহের প্রথমদিন সোমবারেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে বলেই জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, ১৪ জুনেও ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়ায়৷ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে – এর মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। আবার ঝড়বৃষ্টি হতে পারে ১৫ জুন কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়।

এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি হবে ৷ বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনাও রয়েছে ৷