বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আধিকারিক হয়ে বাবার অফিসে বদলি হয়য়ে আসেন মেয়ে। অবসরের দিনেই মেয়েকে দায়িত্ব বুঝিয়ে দিলেন বাবা। এমনই এক আবেগঘন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অবসরের দিনে মেয়ের হাতেই যাবতীয় দায়িত্ব হস্তান্তর করলেন বাবা। আর সেই ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।
প্রত্যেক বাব-মায়ের কাছেই গর্বের মুহূর্ত। এমনই একটি আবেগঘন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবা ভেঙ্কটেশ কর্ণাটকের মান্ডিয়ার সেন্ট্রাল পুলিশ থানায় ১৬ বছর সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। এদিকে, বাবার অবসরের আগেই ওই থানাতেই শীর্ষ আধিকারিক হিসাবে বদলি হয়ে আসেন মেয়ে। আর অবসরের দিনে মেয়ের হাত থেকে পুষ্পস্তবক পেয়ে আপ্লূত বাবা। বাবা-মেয়ের সেই আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বাবা ভেঙ্কটেশ মেয়ে বর্ষার কাছে তাঁর দায়িত্ব হস্তান্তর করেন অবসর গ্রহণের ঠিক আগের মুহূর্তে। মেয়ের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পেরে রীতিমত গর্বিত বাবা ভেঙ্কটেশ। সেটাই স্বাভাবিক এক বাবার জন্য, মোবাইলে ফ্রেমবন্দী হয়েছে সেই দামি মুহূর্ত।
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, বাবা ভেঙ্কটেশ কর্ণাটকের মান্ডিয়ার সেন্ট্রাল থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি সেখানে ১৬ বছর দায়িত্ব পালন করেন। মজার বিষয় হল, অবসরের দিনে তিনি তাঁর যাবতীয় দায়িত্ব মেয়ের হাতে তুলে দেন। জানা গিয়েছে, বর্ষা গত বছর পিএসআই পরীক্ষায় সফল হয়ে কর্ণাটক পুলিশের আধিকারিক হিসাবে কাজে যোগ দেন। এখন বাবা-মেয়ের এই জুটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আপনার মতামত লিখুন :