বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অ্যাপ ক্যাবে চড়লেই যদি পেয়ে যান মনের মতো স্ন্যাক্স, পানীয়, জল! এখানেই শেষ নয়, আরও আছে। বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগও রয়েছে। এমনটা হলে, কেমন হয় বলুন তো? ভাবছেন নিশ্চয়ই এমন সুযোগ আর কোথায় পাবেন? সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী সমাজমাধ্যমে অ্যাপ ক্যাবে চড়ার এক দারুণ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। শ্যামল যাদব নামে ওই ব্যক্তি আবদুল কাদেরের অ্যাপ ক্যাবে চড়ে অবাক হয়ে যান।
আবদুল কাদেরের গাড়িতে রয়েছে হরেক রকম স্ন্যাক্স আর পানীয়। যাত্রীরা চাইলে বিনামূল্যেই সেই সব একবার চেখে দেখতে পারেন। এখানেই কিন্তু শেষ নয়, গাড়িতে উঠলেই যাত্রীরা বিনামূল্যে ওয়াইফাইও ব্যবহার করতে পারেন।
সাত বছর ধরে দিল্লির রাস্তায় অ্যাপ ক্যাব চালাচ্ছেন ৪৮ বছর বয়সি আবদুল। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি খুব কমই ট্রিপই বাতিল করেছেন। চালকের পিছনের সিটেই সারি করে সাজানো চিপ্স, কুকিজ়, বিস্কুট, চকোলেট, নরম পানীয়, টুথপিক, পারফিউম, টিস্যু, ছাতা, প্রাথমিক চিকিৎসার সামগ্রী, আরও কত কী।
আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আবদুল কাদেরের গাড়িতে। গাড়িতে রাখা রয়েছে দরিদ্র শিশুদের জন্য অনুদান বাক্স। যাত্রীরা ইচ্ছে করলে, তাঁদের সামর্থ্য অনুযায়ী টাকা সেই অনুদান বাক্সে দান করতে পারেন। এছাড়াও তাঁর গাড়িতে ওঠা যাত্রীদের জন্য দু’টি নির্দেশও লিখে রেখেছেন আবদুল যাত্রীদের উদ্দেশ্যে। প্রথম লাইনে লেখা, ‘‘আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি।
পোশাকের ভিত্তিতে আমরা যে কোনও ধর্মকে চিহ্নিত করতে পারি। আপনাদের কাছে বিনীত আবেদন, একে অপরের প্রতি বিনয়ী হোন। সমাজের জন্য যাঁরা ভাল কাজ করছেন, তাঁদের দেখে আমাদেরও শিখতে হবে।’’ এই লেখার ঠিক নীচেই আবদুল লিখে রেখেছেন ওয়াইফাইয় ব্যবহারের জন্য পাসওয়ার্ড। ভাবছেন এখানেই শেষ? না, আবদুলের কাছে একটি ডায়েরিও রয়েছে, যাত্রীরা চাইলে সেই ডায়েরিতে তাঁদের এই ক্যাবে চড়ার অভিজ্ঞতাও লিখে রাখতে পারেন।
আপনার মতামত লিখুন :