শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রাম মন্দিরের জন্য বিশ্বের ৭ মহাদেশের ১১৫ দেশ থেকে এল পবিত্র জল! গ্রহণ করলেন রাজনাথ সিং

১০:৪২ এএম, সেপ্টেম্বর ১৯, ২০২১

রাম মন্দিরের জন্য বিশ্বের ৭ মহাদেশের ১১৫ দেশ থেকে এল পবিত্র জল! গ্রহণ করলেন রাজনাথ সিং

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সামনেই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই সেখানে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। দেশের শীর্ষ আদালতের নির্দেশে অযোধ্যায় চলছে রাম মন্দির নির্মাণের কাজ জোরকদমে। দেশজু়ড়ে চলেছে মন্দির নির্মাণে অর্থ সংগ্রহ। আর এবার রাম মন্দিরের জন্য বিশ্বের ৭ মহাদেশের ১১৫ দেশ থেকে এল পবিত্র জল। এই জল শনিবার গ্রহণ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১১৫ দেশের পবিত্র জল গ্রহণ করার পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন বসুধৈব কুটুম্বকম-র কথা।

জানা গিয়েছে, বিশ্বের ১১৫ দেশের নদী, ঝর্ণা, সমুদ্র থেকে ওই জল সংগ্রহ করা হয়েছে। হিন্দুদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই মহৎ কাজে হাত লাগিয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ জল সংগ্রহ করে পাঠিয়েছেন। ১১৫টি ছোট ছোট পাত্রে সংশ্লিষ্ট দেশের নাম লিখে পবিত্র জল পাঠানো হয়েছে। শনিবার আকবর রোডের বাড়িতে ওই জল গ্রহণ করেন রাজনাথ। সঙ্গে ছিলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনারেল সেক্রেটারি চম্পত রাই ও ডেনমার্ক, ফিজি, নাইজেরিয়া-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

১১৫ দেশের ওই পবিত্র জল সম্পর্কে রাজনাথ সিং বলেন, ‘বিশ্বের এতোগুলো দেশ থেকে জল আনার পেছনে রয়েছে বসুধৈব কুটুম্বকম-এর ধারণা। আশাকরি বিশ্বের আরও ৭৭ দেশ থেকেও পবিত্র জল এসে যাবে। ওইসব জলও রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হবে। ওইসব জল দিয়ে রাম লালা-র জলভিষেক করা হবে।’

https://twitter.com/ANI/status/1439131165269508101

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘ভারতের সংস্কৃতি অত্যন্ত উদার। এক্ষেত্রে আমরা কোনও জাত, ধর্ম দেখি না। অযোধ্যায় একটি জায়গা রয়েছে যার নাম সপ্তসাগর। মনে করা হয় ত্রেতা যুগে রামের রাজ্যাভিষেকের সময় সাত সাগরের জল আনা হয়েছিল। এখন সেই জায়গাতেই তৈরি হচ্ছে রাম মন্দির। তাই ফের বিশ্বের সব সমুদ্রের জল আনা হচ্ছে।’