শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রোদের দেখা নেই, আকাশের মুখ ভার! বঙ্গে কি ঢুকল বর্ষা? কী বলছে হাওয়া অফিস?

১১:১৭ এএম, মে ৩১, ২০২১

রোদের দেখা নেই, আকাশের মুখ ভার! বঙ্গে কি ঢুকল বর্ষা? কী বলছে হাওয়া অফিস?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ সকাল থেকেই রোদের দেখা নেই, আকাশের মুখ ভার। কলকাতা, দুই ২৪ পরগণা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জেলায় চলছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। এদিকে থেকে মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস। সোমবার থেকেই দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস কার্যত অক্ষরে অক্ষরে মিলে গেল।

তা সত্ত্বেও আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে বর্ষা ঢুকতে এখনও কিছুদিন বাকি থাকলেও, সোমবার সারাদিন বৃষ্টিপাত চলতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

তাছাড়া আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদাতেও বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে, শুধু সোমবারই নয়, সপ্তাহের আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত উল্লেখ্য, জুনের ১ তারিখ থেকে ভারতের কেরলের পথে বর্ষা প্রবেশের দিন হিসেবে ধরা হয়। তবে, জানা গিয়েছিল যে, কেরলে আজ অর্থাৎ ৩১ মে বর্ষা প্রবেশ করবে। এর জেরে ১৯ থেকে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কেরলের বিভিন্ন জায়গায়। পাশাপাশি উপকূলে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, জুনের প্রথমেই গোয়ার অভিমুখে কেরলের পথ ধরে মৌসুমী বায়ু বয়ে যেতে পারে। বৃহস্পতিবার মৌসুমী বায়ু ঢুকছে কেরলে। কেরলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে সেখানে আরও সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চার-পাঁচ দিন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।