বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সমুদ্র অথবা নদী থেকে বিভিন্ন সময়ে মৎস্যজীবীদের জালে আজব সব মাছ ধরা পড়ে। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। শোরগোল পড়ে আদতে মাছের আকার এবং দামকে নিয়ে। তবে, এবার এমন এক মাছ মৎস্যজীবীদের জালে পড়ল, যা নিয়ে কৌতূহলের অন্ত নেই। তা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। আর এই কৌতূহল বেড়েছে মূলত মাছের আকার নিয়ে।
সাধারণত প্রতিটি মাছের ক্ষেত্রেই দেখা যায় যে, মাথা, দেহ এবং লেজ নিয়েই তার শারীরিক গঠন। কিন্তু এক্ষেত্রে বৃহস্পতিবার দীঘার (Digha) সমুদ্রে এমন এক মাছ (Rare Fish) মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে, যার মাথা এবং দেহ থাকলেও, লেজ নেই। এর আগে এমন ধরনের কোনও মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে কিনা মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
এদিকে, মাছটি ধরা পড়ার পর, সেটিকে দেখতে ভিড় পড়ে যায়। দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে আনার পর রীতিমতো তা দেখতে হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। আবার এই মাছটি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। কেউ কেউ দাবি করেছেন, এই মাছ খাওয়ার জন্য নয়। কেউ কেউ আবার দাবি করছেন, এই ধরনের মাছ জালে পড়া অশুভ ইঙ্গিত।
মৎস্য ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, অদ্ভুত এই মাছটি ধরা পড়ে সুভাষ সাহুর ট্রলারে। মাছটি দেখতে গোলাকার। মাছটির মাথা ও দেহ থাকলেও লেজ নেই। মাছটির মুখের গঠন অনেকটা তেলাপিয়া মাছের মতো। যদিও তেলাপিয়া মাছের থেকে আকারে অনেকটাই বড়। আবার দেহ বড় হলেও, মাছটির মুখ তুলনামূলক অনেক ছোট। সচরাচর দেখতে না পাওয়া এই মাছটিকে স্থানীয়রা বৃহন্নলা মাছ বলে থাকেন।
স্থানীয় বাসিন্দা সত্য রঞ্জন জানা জানিয়েছেন, এই ধরনের মাছ সচরাচর দেখা যায় না। ওড়িশা থেকে জালে ধরে পড়ার পর সেই মাছটি নিয়ে যাওয়া হয় দিঘার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। মাছটিকে অনেকে বৃহন্নলা মাছ বলছেন। তবে এই মাছের সঠিক কি তা জানা নেই।
আপনার মতামত লিখুন :