শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

২২-এই শেষ লড়াই! দুর্ঘটনায় মৃত্যু বিশেষ ক্ষমতা সম্পন্ন বাংলার এই ইউটিউবারের

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১২:১১ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০২:৩৮ পিএম

২২-এই শেষ লড়াই! দুর্ঘটনায় মৃত্যু বিশেষ ক্ষমতা সম্পন্ন বাংলার এই ইউটিউবারের
২২-এই শেষ লড়াই! দুর্ঘটনায় মৃত্যু বিশেষ ক্ষমতা সম্পন্ন বাংলার এই ইউটিউবারের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রতিবন্ধকতাকে তিনি কখনও জীবনে চলার পথে বাধা বলেই মনে করেননি। বরং সেই প্রতিবন্ধকতাকে শক্তি করেই লড়াই করছিলেন অমিত মণ্ডল। ইউটিউবে বেশ পরিচিতি লাভও করেছিলেন। ধীরে ধীরে সংসারে সুদিন ফিরছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে এর মধ্যেই ঘটে গেল অঘটন। মাত্র ২২ বছর বয়সেই দুর্ঘটনায় প্রাণ গেল ইউটিউবার অমিত মণ্ডলের। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জের শিবপুরের বাসিন্দা ইউটিউবার অমিত মণ্ডল। একটা সময় এমন ছিল যে, অভাব নিত্য সঙ্গী। বাবা-মা সাফাইয়ের কাজ করতেন। বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিলেন অমিত। তা সত্ত্বেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন অমিত। উচ্চ শিক্ষার স্বপ্ন দেখতেন। ভর্তি হয়েছিলেন কলেজের প্রথম বর্ষে। 

এর পাশাপাশি সংসারের হাল ধরতে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ইউটিউবকে। নিয়মিত ব্লগ বানাতেন। ইউটিউবে তাঁর তিনলক্ষের বেশি সাবস্ক্রাইবার। এর ফলে ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল। আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন অমিত। কিন্তু স্বপ্ন পূরণ আর হল না।  

আচমকাই জীবনের ছন্দ কাটল। মঙ্গলবার বিকেলে ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত। অমিত-সহ ৩ জন জখম হন ওই দুর্ঘটনায়। অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে ভরতি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই মৃত্যুর শেষনিঃশ্বাস ইয়ত্যাগ করেম অমিত। অমিতের চলে যাওয়া মেনে নিতে পারছে না তাঁর পরিবার। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।