বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গতকাল জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিমানে চাপেন। কিন্তু জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরেই দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। সেই কারণেই দুর্যোগ এড়াতে জরুরি অবতরণ করেন। পাইলট বিপত্তি এড়াতে বাগডোগরার বদলে অভিমুখ ঘুরিয়ে সেবকে বায়ুসেনার ঘাঁটিতে কপ্টারের জরুরি অবতরণ করান। সেখানেই মুখ্যমন্ত্রী এবং কপ্টারে থাকা অন্যান্য যাত্রীরা বেশ কিছুটা সময় অতিবাহিত করেন। উপস্থিত সেনা আধিকারিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার এই সেবক এয়ারবেসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ছেলেবেলা থেকে সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেনা এবং তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমি আর্মি ম্যান হতে খুব পছন্দ করতাম। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি সেনাতে যোগ দেব। কিন্তু সেই সময় সুযোগ পাইনি।’ সেনা ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে স্বাভাবিকভাবেই আপ্লুত মুখ্যমন্ত্রী।
হেলিকপ্টার বিপত্তিতে বাগডোগরার বদলে অভিমুখ ঘুরিয়ে সেবকে বায়ুসেনার ঘাঁটিতে কপ্টারের জরুরি অবতরণ করানো হয় গতকাল। মুখ্যমন্ত্রীর পা ও কোমরের লিগামেন্টে চোট লাগে। সেই সময়ই শরীরের বাঁ দিকে বড় ধরনের চোট পান মুখ্যমন্ত্রী। এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে-এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলথ বুলেটিন প্রকাশ করল এসএসকেএম হাসপাতাল। গতকালই কলকাতায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার পর যাবতীয় পরীক্ষা করা হয়, সেই রিপোর্ট সংবাদ মাধ্যমের সামনে আনেন এসএসকেএম-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে এবং কোমরে হিপ জয়েন্টের লিগামেন্টে বড় ধরনের চোট লেগেছে। সেই অনুযায়ী তাঁর চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে।
তবে সেবকে জরুরি অবতরণের পর সেনা জওয়ানরা তাঁর খুব ভাল খেয়াল রেখেছিল বলেই জানিয়েছেন মমতা। দু’পাশে ভারতীয় সেনা পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আজ আমাদের বিমান এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছিল। তারপর আর্মি আমার পুরো খেয়াল রেখেছে। আমি এটা কোনওভাবেই ভুলব না।’
এর পাশাপাশি দেশের জন্য সেনার অবদানকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেনাকে আমাক অভিনন্দন। অফিসার থেকে জওয়ান, সকলকে আমার অভিনন্দন। কারণ ওঁরা ওঁদের জীবন মাতৃভূমির জন্য উৎসর্গ করেছেন।’ জওয়ানদের পরিবারকে স্যালুট জানান মমতা। তিনি বলেন, ‘পরিবারের জন্য় সময় দিতে পারেন না। আপনাদের মাতৃভূমিই আপনাদের পরিবার। স্যালুট জানাচ্ছি আপনাদের ও আপনাদের পরিবারকে।’
আপনার মতামত লিখুন :