শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

খুলছে স্কুল! তাহলে এবার লোকাল ট্রেনেও কি মিলবে সবুজ সংকেত? কি বলছে রেল দফতর

০২:৪০ পিএম, অক্টোবর ২৮, ২০২১

খুলছে স্কুল! তাহলে এবার লোকাল ট্রেনেও কি মিলবে সবুজ সংকেত? কি বলছে রেল দফতর
প্রায় ২ বছর ধরে করোনার প্রকোপে ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন। আজও স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন সকলেই। করোনার গ্রাফ ওঠা নামা করলেও একেবারেই নিশ্চিহ্ন হতে নারাজ এই ভাইরাস। তবে সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে খুলতে চলেছে স্কুল। সেই মত বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। করোনা প্রকোপে আপাতত বন্ধ স্কুল এবং রেল পরিষেবা। স্কুল খোলার সবুজ সংকেত পেলেও লোকাল ট্রেন চলাচলের এখনও কোনও আপডেট দেয় নি রাজ্য সরকার। তবে কি এবার চালু হতে চলেছে লোকাল রেল পরিষেবা? এই বিষয়ে দক্ষিণ রেল জানিয়েছে তারা প্রস্তুত ট্রেন চলাচলের জন্য কিন্তু রাজ্য সরকার অনুমতি না দিলে কোনোভাবেই পুনরায় শুরু করা যাবে না ট্রেন চলাচল। আবার পূর্ব রেলের পক্ষ থেকে জানিয়েছে ট্রেন চলাচল এর জন্য তারা নবান্নে আবেদন পত্র দিয়েছে কিন্তু রাজ্য সরকারের তরফে মেলেনি সবুজ সংকেত। তাই আপাতত স্থগিত লোকাল ট্রেন চলাচল। আবার প্রশ্ন উঠছে যদি স্কুল শুরু হয় সেক্ষেত্রে শিক্ষক দের যাতায়াতের কি ব্যবস্থা হবে। অনেকেই আছেন যারা ট্রেনে করে স্কুল যাতায়াত করেন। ফলে স্কুল খুলে গেলে তাদের যাতায়াতের জন্য সমস্যার সম্মুখীন হতে হবে। আবার চোখ রাঙাচ্ছে করোনা। দিন দিন বাড়ছে সংক্রমন সংখ্যা। এই অবস্থায় কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার তার দিকে মুখিয়ে গোটা রাজ্যবাসী।