শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অভিনয়ের আগে ছিলেন ফল বিক্রেতা! কীভাবে 'ইউসুফ খান' থেকে 'দিলীপ কুমার' হয়ে উঠেছিলেন অভিনেতা?

০৩:২৭ পিএম, জুলাই ৮, ২০২১

অভিনয়ের আগে ছিলেন ফল বিক্রেতা! কীভাবে 'ইউসুফ খান' থেকে 'দিলীপ কুমার' হয়ে উঠেছিলেন অভিনেতা?

১৯২২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ার শহরে জন্ম তাঁর। পিতৃদত্ত নাম ছিল মহম্মদ ইউসুফ খান। তবে ভারতীয় চলচ্চিত্র জগৎ তাঁকে চেনে অন্য এক নামে। সেখানে তিনি 'দিলীপ কুমার'। ভারতীয় সিনেমার কিংবদন্তি এক অভিনেতা৷ কিন্তু একথা জানা রয়েছে কি? তাঁর প্রথম জীবন শুরু হয় ফলবিক্রেতা হিসেবে? কীভাবে অভিনয় জগতে প্রবেশ ঘটল তাঁর? বা পিতৃদত্ত নাম ছেড়ে কীভাবে তিনি হয়ে উঠেছিলেন সিনেমা জগতের 'ট্র‍্যাজেডি কিং'? আসুন, আজ জেনে নেওয়া যাক খ্যাতিমান এই অভিনেতার ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী...

[caption id="attachment_21640" align="alignnone" width="1182"]অভিনয়ের আগে ছিলেন ফল বিক্রেতা! কীভাবে 'ইউসুফ খান' থেকে 'দিলীপ কুমার' হয়ে উঠেছিলেন অভিনেতা? অভিনয়ের আগে ছিলেন ফল বিক্রেতা! কীভাবে 'ইউসুফ খান' থেকে 'দিলীপ কুমার' হয়ে উঠেছিলেন অভিনেতা?[/caption]

দিলীপ কুমারের আত্মজীবনীতেই এসব প্রশ্নের উত্তর খোলসা করে দিয়েছিলেন অভিনেতা নিজেই৷ শৈশবেই সপরিবারে তিনি চলে আসেন মুম্বই শহরে। আর মাত্র ১০ বছর বয়স থেকেই জীবনযাত্রার লড়াই শুরু তাঁর। ১৯৪০ সালে মুম্বইয় ছেড়ে পুনেতে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ। সেখানে বেশ কয়েক বছর কাজ করার ফের ফিরে আসেন মুম্বইতে৷ এসে বাবার ফলের ব্যবসার হাল ধরেন ইউসুফ। এরপর মুম্বইয়ের রাস্তায় রাস্তায় ঘুরে ফল বিক্রি করতে দেখা যেত তাঁকে। এর মধ্যেই একদিন পারিবারিক সূত্রে আলাপ হল প্রখ্যাত অভিনেত্রী দেবিকা রাণীর সঙ্গে। ব্যস! আর কি! ঘুরতে শুরু করল ইউসুফ খানের ভাগ্যের চাকা।

দেবিকা রাণীর দৌলতেই ইউসুফের কাছে আসে 'বোম্বে টকিজ'-র ব্যানারে 'জোয়ার ভাঁটা' ছবিতে কাজ করার প্রস্তাব। তাঁর পাঠানি উচ্চারণে মুগ্ধ হন দেবিকা রাণী। কিন্তু মুসলিম একজন নায়ককে কি মেনে নেবেন দর্শকরা? এই ভয়েই ইউসুফের নাম বদলানোর প্রস্তব দেন প্রখ্যাত অভিনেত্রী। এরপরই ফলওয়ালা মহম্মদ ইউসুফ খান হয়ে ওঠেন দিলীপ কুমার। প্রথম ছবি থেকে ওই নতুন নামেই বলিউডে পা রাখেন তিনি। ইউসুফ খান থেকে দিলীপ কুমার হয়ে ওঠার যাত্রা শুরু তখনই।

[caption id="attachment_21641" align="alignnone" width="1280"]অভিনয়ের আগে ছিলেন ফল বিক্রেতা! কীভাবে 'ইউসুফ খান' থেকে 'দিলীপ কুমার' হয়ে উঠেছিলেন অভিনেতা? অভিনয়ের আগে ছিলেন ফল বিক্রেতা! কীভাবে 'ইউসুফ খান' থেকে 'দিলীপ কুমার' হয়ে উঠেছিলেন অভিনেতা?[/caption]

এরপরই বদলে গেল দিলীপ কুমারের জীবন। প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও দর্শকদের নজর কাড়লেন দিলীপকুমার। এরপর ‘জগনু’ ছবির মাধ্যমেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন তিনি। এর পর একে একে ‘শহিদ’ এবং ‘মেলা’, ‘দাগ’, ‘আজাদ’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গাযমুনা' ইত্যাদি ছবির মাধ্যমে বলিউডে নিজের পোক্ত আসন করে নিলেন দিলীপ কুমার। নিজের ৫ দশকের অভিনয় জীবনে মোট ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন ফিল্মফেয়ার সহ বহু পুরস্কারই। তবে দিলীপ কুমারের অভিনয়জীবনে সবচেয়ে উজ্জ্বল রত্ন হয়তো ‘মুঘল-এ-আজম’ ছবিটিই। যে ছবির চর্চা এখনও মুখে মুখে ফেরে।