শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পুজোর মুখেই রাজ্যবাসীর লক্ষ্মীলাভ! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

০৬:৫৭ পিএম, অক্টোবর ৬, ২০২১

পুজোর মুখেই রাজ্যবাসীর লক্ষ্মীলাভ! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

পুজোর আগেই রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছিলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি ও আদিবাসী মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। প্রতি মাসেই এই টাকা পাওয়া যাবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, পুজোর মুখেই টাকা পেতেন শুরু করেছেন রাজ্যের বিভিন্ন জেলার মহিলারা। তাঁদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই মাসের টাকা ঢুকেছে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ২০ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। রাজ্যের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার মহিলারা পেয়ে গিয়েছেন টাকা। পুজোর আগেই এই প্রকল্পের আওতায় অধিকাংশ জেলার উপভোক্তারাই টাকা পেয়ে যাবেন বলেও জানা গিয়েছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতর সূত্রে খবর, রাজ্যের সকল উপভোক্তা যাতে দ্রুত এই প্রকল্পের টাকা পান, সে দিকেও নজর দেওয়া হচ্ছে।

[caption id="attachment_35204" align="alignnone" width="1920"]পুজোর মুখেই রাজ্যবাসীর লক্ষ্মীলাভ! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুজোর মুখেই রাজ্যবাসীর লক্ষ্মীলাভ! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা[/caption]

তবে পুজোর আগে রাজ্যের একাধিক জেলার মহিলারা টাকা পেয়ে গেলেও সরকারি সূত্রে জানা গিয়েছে, চার জেলার মহিলারা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। সেই জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও কোচবিহার। কিন্তু জেলাগুলির মহিলারা কেন টাকা পাবেন না? আসলে এই চার জেলার কোচবিহার, শান্তিপুর, গোসাবা, খড়দহে আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন রয়েছে। উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার কারণে এখন থেকেই এই সকল এলাকায় লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি। তাই অক্টোবর মাসে ওই চার জেলায় টাকা দেওয়া হবে না।

এই প্রসঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানিয়েছেন, “ওই চার জেলার চারটি বিধানসভা কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তাই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও কোচবিহারের এই চার বিধানসভা কেন্দ্রের মহিলারা অক্টোবরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। কারণ, নির্বাচন প্রক্রিয়া চলায় টাকা দেওয়ায় বাধা রয়েছে।” তবে তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, অক্টোবর মাসে না পেলেও নভেম্বর মাসে ওই ৪ জেলার উপভোক্তারা এক সঙ্গে দুই মাসের টাকা পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নভেম্বর মাসে চার কেন্দ্রে ভোটের ফলাফল বেরনোর পর তাঁদের প্রাপ্য টাকা পৌঁছে যাবে। একসঙ্গে দু’মাসের টাকা পাবেন তাঁরা। কেউই বঞ্চিত হবেন না।