সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন’! বিস্ফোরক দাবি মিঠুনের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৫:৩০ পিএম | আপডেট: জুলাই ২৭, ২০২২, ১১:৩৫ পিএম

‘৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন’! বিস্ফোরক দাবি মিঠুনের
‘৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন’! বিস্ফোরক দাবি মিঠুনের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাংলায় একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর বিভিন্ন নির্বাচনী প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। তবে, নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর, আর সেভাবে বঙ্গ রাজনীতির মঞ্চে দেখা যায়নি এই অভিনেতাকে। এদিকে, বাংলায় ফের একটা নির্বাচন আসন্ন। বছর ঘুরলেই রয়েছে পঞ্চায়েত ভোট। তার আগে ফের একবার বাংলার রাজনীতির ময়দানে নামলেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার হেস্টিংসে বিজেপির দফতরে বঙ্গ বিজেপির বিধায়কদের নিয়ে বৈঠক করলেন তিনি। তা সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতারাও। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেছেন মহাগুরু। 

এদিন বেলা ১২ টা নাগাদ তিনি হেস্টিংসে বিজেপির দফতরে যান। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এরপরই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তার মধ্যে ২১ জন সরাসরি যোগাযোগ রাখছেন আমার সঙ্গে। মুম্বইতে যখন ছিলাম, একদিন সকালে উঠে শুনি বিজেপি শিবসেনার সরকার তৈরি হবে। মহারাষ্ট্রে হতে পারলে এখানে হতে পারে না কেন?’

উল্লেখ্য, আজই একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, ২০২৪-এ কোনোভাবেই কেন্দ্রের ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। এমনকি এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলেই, তিনি বলেন যে, তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই মুখ্যমন্ত্রী ২৪-এর নির্বাচন নিয়ে যাই বলুন না কেন, তিনি মোটেও চিন্তিত নন এ ব্যাপারে।

যদিও মিঠুন চক্রবর্তীর কথা মতো বিজেপির রাজ্যে ক্ষমতায় আসতে কমপক্ষে আরও অনেক বিধায়কেরই সমর্থন প্রয়োজন। কারণ ২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৭৭ টি আসনে। তার মধ্যে নির্বাচনের পড়ে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কেউ কেউ বিধায়কপদ ছেড়েছেন। এর জেরে বিজেপির কাছে রয়েছে বর্তমানে ৬৯ জন বিধায়ক। এর সঙ্গে মহাগুরুর ৩৮ জনের হিসেব যোগ করলে দাঁড়ায় ১০৭ জন বিধায়ক। কিন্তু রাজ্যের ক্ষমতায় আসতে এর বাইরে আরও বিধায়কের সমর্থন প্রয়োজন। হিসেব অন্তত তাই বলে। 

অন্যদিকে, বারবার একাধিক সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এখনও বিজেপির অনেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি তিনি বলেছেন, ‘বিজেপি নেতারা তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দরজা খুলে দিলে দলটা উড়ে যাবে।’ 

এদিন বিজেপির সম্পর্কে বৈঠকে মিঠুন চক্রবর্তী বলেন, ‘বিজেপির বিরুদ্ধে নানান রকম অপপ্রচার করা হয়। বলা হয় বিজেপি দাঙ্গা করে। বিজেপি মুসলমানদের ভালো বাসে না। এগুলো ষড়যন্ত্র করে ছড়ানো হয়। গত ১ বছরে বিজেপি কোথায় দাঙ্গা করেছে আমাকে দেখান তো। বিজেপি দেশের ১৮টা রাজ্যে ক্ষমতায়। তারা যদি মুসলিমদের ভালো না বাসে তাহলে কী করে সব থেকে বড় ৩ জন মেগাস্টার মুসলিম হয়?’