শনিবার, ০৪ মে, ২০২৪

‘মুখ্যমন্ত্রী যা বলবেন তাই করব’! পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে ঠিক কী বললেন অখিল গিরি?

আত্রেয়ী সেন

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৪:২৬ পিএম | আপডেট: নভেম্বর ২১, ২০২২, ১০:২৬ পিএম

‘মুখ্যমন্ত্রী যা বলবেন তাই করব’! পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে ঠিক কী বললেন অখিল গিরি?
‘মুখ্যমন্ত্রী যা বলবেন তাই করব’! পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে ঠিক কী বললেন অখিল গিরি?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অখিল গিরিকে বরখাস্ত করার দাবি উঠেছে। এই মর্মে সোমবার বিধানসভার অধিবেশন শুরু থেকেই উত্তাল ছিল। তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার পাল্টা মুখ খুললেন অখিল গিরি। এদিন এই ইস্যুতে রাজ্যের মন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বলেন, ‘এখনও পর্যন্ত আমার পদত্যাগ করার কোনও ইচ্ছে নেই। মুখ্যমন্ত্রী যা বলবেন তাই করব।’

এদিন বিধানসভা কক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা নিয়ে কোনোরকম অনুশোচনা নেই অখিল গিরির। তিনি বিধানসভার ভিতরে হাসাহাসি করছিলেন। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, ‘আমি বিরোধীদের অভিযোগ কিংবা স্লোগান নিয়ে হাসাহাসি করিনি। মদন মিত্র সে সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর একটি কথা প্রসঙ্গে হেসেছিলাম।’

এখানেই শেষ নয়, মন্ত্রী আরও বলেন যে, ‘উনি দেশের সম্মানীয়-শ্রদ্ধেয় সাংবিধানিক প্রধান। আমি ক্ষমা চেয়েছি। তারপরও যদি কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করেন, তাহলে আর কী বলব।’ এর পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই বক্ষভ দেখাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

এদিন মন্ত্রী অখিল গিরি বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ক্ষমা চাইতে হয়েছে, এর জন্য আমি লজ্জিত। আসলে আমার ধৈর্যচ্যুতি ঘটেছিল। টানা ছয় মাস ধরে আমাকে উত্যক্ত করার চেষ্টা করা হয়েছে। আমার চেহারা নিয়ে কটাক্ষ করা হয়েছে। তবে আমার ভুল হয়েছিল।’