সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘কাশ্মীর শুধরেছে, কিন্তু বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে’! বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ১২:২৫ পিএম | আপডেট: জানুয়ারি ৩, ২০২৩, ০৬:২৫ পিএম

‘কাশ্মীর শুধরেছে, কিন্তু বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে’! বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের
‘কাশ্মীর শুধরেছে, কিন্তু বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে’! বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েকদিন আগেই মহা আড়ম্বরে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উদ্বোধনের পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সম্পূর্ণ দেশিয় প্রজুক্তিতে নির্মিত এই সেমি হাইস্পিড ট্রেন, একের পর এক ঘটনার কারণে। এবার মালদায় আক্রমণের মুখে পড়তে হল বন্দে ভারত এক্সপ্রেসকে। এই বিলাসবহুল ট্রেনকে লক্ষ্য করে চলে পাথরবৃষ্টি। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে মালদার কুমারগ্রাম স্টেশনের কাছে এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আর তার আঘাতে ট্রেনের জানলার কাচ ভেঙে গিয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণ শেষে এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির এই সাংসদ। তিনি জানিয়েছেন বাংলা ক্রমশ কাশ্মীর হয়ে যাচ্ছে।

এদিন দিলীপ ঘোষ বলেন যে, ‘আগেও বলেছি, কাশ্মীর শুধরে গিয়েছে। কিন্তু, বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে। রাষ্ট্র বিরোধী শক্তি এই রাজ্যে এত সক্রিয়, আর এখানকার সরকার তাদের মদত দিচ্ছে। সংসদে যখন CAA পাস হল, তখন বিরোধিতা অনেক রাজ্যে হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গে তিনদিন ধরে উৎপাত হয়েছে। আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে যার সিংহভাগ রেলের সম্পত্তি। দেশের সম্পত্তিকে এই রাজ্যের একাংশ শত্রু সম্পত্তি মনে করতে শুরু করেছে। ভারতের আইন ও সংবিধানকে শত্রু দেশ বলে যাঁরা মনে করছে তাদের সঙ্গে তৃণমূল রয়েছে। দেশ বিরোধী শক্তির হাতে বাংলা চলে যাচ্ছে। এর সম্পূর্ণ কৃতিত্ব তৃণমূলের। কারণ এদের বিরুদ্ধে পুলিশ কখনও ব্যবস্থা নেয় না।’

এদিকে, বন্দে ভারত এক্সপ্রেসে গতকাল পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বিজেপিরই দলীয় কোন্দলের দিকে ইঙ্গিত করেছেন। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেছেন যে, ‘মানুষের বুদ্ধিভ্রষ্ট হলে এরকম কথা বলে। কমপক্ষে ঘটনার নিন্দা তো করুক। এদের সুর শুনে বোঝা যায়, এর নেপথ্যে কোনও ব্যাপার রয়েছে।’ অন্যদিকে, সন্ত্রাসবাদ বিষয়েও রাজ্য সরকারকে কটাক্ষ কোর্টে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘দেশ বা বিদেশ থেকে আসা জঙ্গিরা এখান থেকেই ধরা পড়েছে। এই রাজ্যে নিশ্চয়ই তারা সহযোগিতা পাচ্ছে। এখানে তাদের আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা বিবেচনা করেই মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’-এর উদ্বোধন করেছে তৃণমূল। সেই নিয়েও কটাক্ষের সুর শোনা যায় খড়গপুরের এই বিজেপি সাংসদের গলায়। তিনি বলেন, ‘দিদি এখন বক ধার্মিক হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সত্যের বাণী শুনতে হবে, এটা তো একপ্রকার বিড়ম্বনা। সারাজীবন যিনি মিথ্যা বলায় রেকর্ড করেছেন, দেশের একতা ও অখণ্ডতার বিরুদ্ধে কাজ করেছেন, তিনি এখন সত্যের কথা বলছেন।’