শুক্রবার, ১৭ মে, ২০২৪

‘বাংলায় CBI-এর সঙ্গে সেটিং হচ্ছিল, কেন্দ্র বুঝে ইডি-কে পাঠিয়েছে’! বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৪:১১ পিএম | আপডেট: আগস্ট ২১, ২০২২, ১০:১৬ পিএম

‘বাংলায় CBI-এর সঙ্গে সেটিং হচ্ছিল, কেন্দ্র বুঝে ইডি-কে পাঠিয়েছে’! বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের
‘বাংলায় CBI-এর সঙ্গে সেটিং হচ্ছিল, কেন্দ্র বুঝে ইডি-কে পাঠিয়েছে’! বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের বিস্ফোরক বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ। এবার ‘সিবিআই সেটিং’ তত্ত্ব নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, বেশ কয়েকবছর ধরেই বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হচ্ছিল। বিষয়টা বুঝতে পেরেই, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইডি-কে পাঠিয়েছে। পাশাপাশি আক্ষেপের সুরে বলেছেন, ‘অসুখ অনুযায়ী ওষুধের ডোজ পড়ছে না।’

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই মন্তব্যের পরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। খড়গপুরের সাংসদের এই বিস্ফোরক মন্তব্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর সম্মানহানি হয়েছে বলেই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

রবিবার কলকাতার এক কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই অনুষ্ঠানেই সিবিআই- ইডির সক্রিয়তা প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও এফেক্ট পড়ছিল না। গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হচ্ছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে।’

পাশাপাশি তিনি ইডি-র তদন্ত নিয়ে অনেকের আপত্তি রয়েছে বলেও অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘ইডি পোষ মানবে না, কামড়াবে। যারা সেটিং করেছে তাঁরাই এখন ইডির তদন্ত নিয়ে আপত্তি করছে। আদালতে যাচ্ছে। প্রশ্ন করছে, কেন ইডি তদন্ত করবে?’ সঙ্গে আক্ষেপের সুরে এও বলেছেন যে, ‘রোগ যতোটা কড়া, ওষুধের ডোজ তেমন পড়ছে না।’

এদিকে, দিলীপ ঘোষের আজকের যাবতীয় দাবি এবং আক্ষেপ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘বিকৃত ভাষা ব্যবহার করছেন। সাংসদের মুখে এ ধরনের ভাষা শোভা দেয় না। সিবিআইয়ের সম্মানহানি হচ্ছে।’ পাশাপাশি কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন যে, এই সেটিং কে করছে? কার কথা বলতে চাইছেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি? দিলীপ ঘোষের মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘দিলীপদা কহি পে নিগাহে, কহি পে নিশানা করলেন না তো? কোথাও শুভেন্দুর সঙ্গে সিবিআইয়ের সেটিং করে গ্রেফতারি এড়ানোর প্রশ্ন তুলে দিলেন না তো?’

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার শাসকদলের তাবড় দুই নেতাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-সিবিআই। একের পর এক মামলায় গতি বেড়েছে তদন্তে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সে বিষয়ে কোনও সন্দেহই নেই।