মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

তিন সপ্তাহ না পেরোতেই ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মমতা! এবারে কারণ কী?

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৭:৫৫ পিএম | আপডেট: নভেম্বর ২, ২০২২, ০১:৫৫ এএম

তিন সপ্তাহ না পেরোতেই ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মমতা! এবারে কারণ কী?
তিন সপ্তাহ না পেরোতেই ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মমতা! এবারে কারণ কী?

মালবাজার বিপর্যয়ের পরেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই আবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে আগামী ৮ নভেম্বর মদন মোহনের রাশ উৎসবের সূচনা করতে কোচবিহার যাচ্ছেন তিনি। কোচবিহারের মদনমোহন রাশ উৎসবের কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেই আমন্ত্রণ রক্ষা করতে কোচবিহার যেতে পারেন তিনি।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ সফরের আগে অবশ্য দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে তামিলনাড়ুতে দুদিনের সফরে যাবেন তিনি। তামিলনাড়ু গিয়ে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে এমকে স্ট্যালিন কেন্দ্র বিরোধী অন্যতম প্রধান মুখ। আগামীকাল তাই দক্ষিণ ভারত সফর মুখ্যমন্ত্রীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, ২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে কোচবিহারের মদনমোহন মন্দির এর রাশ উৎসব। আগামী সোমবার শুরু হবে এই উৎসব। চলবে পরবর্তী দু সপ্তাহ ধরে। উদ্বোধকরা চাইছেন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই উৎসবের সূচনা করতে। সে মতোই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রাশ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য তিন সপ্তাহ আগেই মালবাজার বিপর্যয় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় জেলার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি। ক্ষতিগ্রস্তদের চাকরির অফার দেন। এরপর ফের একবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। এবারেও উত্তরবঙ্গ সফরে গেলে পঞ্চায়েত নির্বাচনের আগে খানিকটা জনসংযোগেও জোড় দিতে পারেন বলে মনে করা হচ্ছে।