শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ED-র অভিযান! চলছে তল্লাশি

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ১০:৫৯ এএম | আপডেট: জুলাই ২২, ২০২২, ০৪:৫৯ পিএম

সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ED-র অভিযান! চলছে তল্লাশি
সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ED-র অভিযান! চলছে তল্লাশি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এদিন সাতসকালে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি হানা দেয়। ইডি-র সঙ্গে রয়েছে সিআরপিএফের জওয়ানরাও। প্রায় সাত-আট জন আধিকারিক পার্থর বাড়িতে গিয়েছেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের শিল্পমন্ত্রীর পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, এসএসসি দুর্নীতি মামলার তদন্তেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। রাজ্য শিক্ষিক নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড়। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও। কলকাতা হাইকোর্টে চলা এই মামলায় আগেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।

শুক্রবার সকালে সাড়ে ৮ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে আসেন ইডি-র আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন নিয়ে এই অভিযান বলেই ইডি সূত্রে খবর। জানা গিয়েছে, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেই মন্ত্রীর আপ্ত- সহায়ক এবং নিরাপত্তারক্ষীদের ফোন নিয়ে নেন ইডি-র আধিকারিকরা। এর পাশাপাশি সিআরপিএফ জওয়ানরা গোটা বাড়ি ঘিরে ফেলেন। রাজ্যের শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর বাড়িতে তল্লাশি চালানো হবে। 

এদিকে, ইডি সূত্রে খবর এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও অভিযান চালিয়েছেন ইডি-র আধিকারিকরা। এর পাশাপাশি এদিন পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও গিয়েছেন ইডির আধিকারিকরা। তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালানো হবে বলে খবর। শিক্ষক নিয়োগে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদও করে হয়। সূত্রের খবর, এদিন রাজ্যের মোট ১৩ টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। 

উল্লেখ্য, একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না।’ তৃণমূল সুপ্রিমোর সেই মন্তব্যের পরেই আজ রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে ইডি-র অভিযান সম্পূর্ণ পরিকল্পনা করেই করা হয়েছে বলেই দাবি রাজ্যের শাসকদলের।