শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

হার মানলেন জীবনযুদ্ধের কাছে! ৬৭ বছরে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০২:৫৮ পিএম | আপডেট: নভেম্বর ২৯, ২০২২, ০৮:৫৮ পিএম

হার মানলেন জীবনযুদ্ধের কাছে! ৬৭ বছরে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়
হার মানলেন জীবনযুদ্ধের কাছে! ৬৭ বছরে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বাম নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে ফেসবুকে এই খবর জানিয়েছেন তার মেয়ে হিয়া মুখোপাধ্যায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুর আগেই দেহ দান করে গিয়েছিলেন তিনি। দান করেছিলেন চোখও। মঙ্গলবার তার দেহ পিস হেভেনে রাখা হবে। আগামীকাল কলকাতা মেডিকেল কলেজে দান করা হবে দেহ। নিয়ে যাওয়া হবে পার্টির রাজ্য সদর দপ্তরে।

কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল তার। ভর্তি ছিলেন মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর ছুটি হয়ে বাড়ি যান। তখন তার মেয়ে ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, "দীর্ঘ সাড়ে চার মাস পর লড়াই দিতে আজ অবশেষে বাবা বাড়ি ফিরল"। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিপিআইএম রাজ্য কমিটি সেক্রেটারি মোঃ সেলিম। তিনি বলেছেন, "জীবন যুদ্ধের লড়াই শেষে কমরেড মানব মুখার্জি আমাদের মাঝে রইলেন না"। নিজেদের টুইটার সিপিআইএমের তরফে লেখা হয়েছে, "‍‍`সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী, কমরেড মানব মুখার্জী লাল সেলাম, কমরেড মানব মুখার্জী অমর রহে"।