মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

CBI-র কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না! নিয়োগ দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০১:৩৫ পিএম | আপডেট: নভেম্বর ৭, ২০২২, ০৭:৩৫ পিএম

CBI-র কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না! নিয়োগ দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
CBI-র কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না! নিয়োগ দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সিবিআই এর কয়েকজন আধিকারিক ঠিকমতো কাজ করছেন না। নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত এই ভাবেই অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত প্রক্রিয়া ঠিক মতো এগোতে এরপর কী পদক্ষেপ করা হতে পারে তা নিয়েও এ দিনের পর্যবেক্ষণে মন্তব্য করেছেন বিচারপতি।

এদিন বিচারপতি জানান, সিট-এর সদস্যদের অনেকেই ঠিকমতো করাজ করছে না। প্রয়োজনে সিট সদস্যদের কয়েকজনকে বদলের কথাও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দোষীরা আদৌ শাস্তি পাবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর শুক্রবার কেন্দ্রীয় সংস্থার তদন্তে উষ্মা প্রকাশ করেন বিচারপতি। নজিরবিহীনভাবে বলেছিন, ‘ব্যক্তিগত ভাবে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলার প্রয়োজন।

সোমবার নিয়োগ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের কাজে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর পর্যবেক্ষণ, সিট-এর সদস্যদের অনেকেই ঠিকমতো কাজ করছে না। প্রয়োজনে সিট সদস্যদের কয়েকজনকে বদলের কথাও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ফের দুপুর আড়াইটার সময় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় বারবার নজিরবিহীন রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এজলাশে একাধিক টেট ও এসএসসি দুর্নীতি নিয়ে মামলা উঠেছে। তার নির্দেশে চাকরি পেয়েছেন বহু প্রার্থী। এবার সিবিআইয়ের বেশ কিছু আধিকারিকের কাজের ধরন নিয়ে অসন্তুষ্ট হলেন বিচারপতি।