শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

‘হয়তো বিজেপি ১০০-য় ১০০ পাবে’! গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কেন একথা বললেন মমতা?

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৪:৩৬ পিএম | আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ১০:৩৬ পিএম

‘হয়তো বিজেপি ১০০-য় ১০০ পাবে’! গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কেন একথা বললেন মমতা?
‘হয়তো বিজেপি ১০০-য় ১০০ পাবে’! গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কেন একথা বললেন মমতা?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবারেও কি গুজরাটে বিধানসভা নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে পারবে বিজেপি? গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই এই প্রশ্ন জাতীয় রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে। ২ দফায় ছিল নির্বাচন। ১ ডিসেম্বর প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর আজ ছিল গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। ৮ ডিসেম্বর রয়েছে ফল প্রকাশ। এবার গুজরাটের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিজেপি ১০০-য় ১০০ পাবে।’ একথা বলার সঙ্গে সঙ্গে এই মন্তব্যের নেপথ্যের কারণও তিনি বিশ্লেষণ করেছেন।

এদিন তির্যকভাবে বিজেপি-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। সোমবার দিল্লিতে জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোটের দিন রোড শো নিষিদ্ধ। প্রধানমন্ত্রী ভোটের দিন রোড শো করছেন। এসবের থেকে আমরা কি আশা করি? প্রধানমন্ত্রী যদি ভোটের দিন রোড শো করেন, তাহলে আর অন্য কিছু এক্সপেক্ট করে লাভ নেই। ভোটের দিন রোড শো করা যায় না। কিন্তু ওনারা স্পেশাল, তাই করছেন। এর জন্য নির্বাচনী বিধি ভঙ্গ হয় না। তাহলে তো বিজেপি ১০০-য় ১০০ পাবেই।’

এদিন কলকাতা বিমানবন্দরে ঢোকার মুখে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে গুজরাটের ভোট নিয়ে প্রধানমমন্ত্রীর রোড শো নিয়ে কটাক্ষ করেন মমতা। একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচনী বিধি-নিষেধ মেনে চলি। ওদের ক্ষেত্রে হয়তো বিশেষ ছাড় আছে।’ মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘আমি মনে করি নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে তা সঠিক। ওঁদের জন্য হয়তো আলাদা ব্যবস্থা।’

উল্লেখ্য, এদিন নানা ইস্যুতে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘পদ্ম জাতীয় ফুল। নির্বাচন কমিশন সেই ফুলে প্রতীক দেশের একটি রাজনৈতিক দলকে দিয়ে রেখেছে। সুতরাং সেই প্রতীক ব্যবহার না করাই বাঞ্ছনীয় ছিল।’

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের জাতীয় পাখি ময়ূর, জাতীয় পশু বাঘ ছিল, এখন সিংহ করে দিয়েছে কিনা জানি না। তবে সে সবও রাখতে পারত। এ ব্যাপারে যদিও আমি আপত্তি করছি না। বাকিরা বলছেন। এই যেমন সাংবাদিকরা প্রশ্ন করাতে আমার মতামত জানালাম মাত্র।’ কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী জি২০ এর যে লোগো প্রকাশ করেছেন। সেই লোগোতে দেখা যাচ্ছে পদ্মফুল রাখা হয়েছে, যা বিজেপির নির্বাচনী প্রতীক। এ নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। সোমবার সে ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা গোটা দেশের মর্যাদার বিষয়। আমি বাধা দিচ্ছি না। কিন্তু মৌলিক প্রশ্ন তো থেকেই যায় যে পদ্মফুল থাকবে কেন?’

এছাড়াও এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী একটা বৈঠক ডেকেছেন। জি২০ নিয়ে এই বৈঠক হবে। আমাদের এখানেও ৩-৪টে ভেন্যু আছে। সেই জন্যই যাচ্ছি। মিটিং শেষ হতে হতে রাত হয়ে যাবে। সেটা হয়ে গেল রাজস্থানের আজমের শরীফ যাব। ওখান থেকে আমি পুষ্কর যাব। তারপরে আমি রাতে ফিরে আসব। এখানে ওয়ান-টু-ওয়ান মিটিং হবে না। এটা শুধু জি২০-র মিটিং।’