শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সরকারি স্কুলে পালিত হবে ‘স্টুডেন্ট উইক’! পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি মমতার

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১০:৪৬ পিএম | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ০৪:৪৬ এএম

সরকারি স্কুলে পালিত হবে ‘স্টুডেন্ট উইক’! পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি মমতার
সরকারি স্কুলে পালিত হবে ‘স্টুডেন্ট উইক’! পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি মমতার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর তারপরেই আমরা ইংরাজির একটা নতুন বছরে পা রাখতে চলেছি। আর সেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পড়ুয়াদের খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতেই তিনি উল্লেখ করেছেন, নতুন বছরের শুরুর সপ্তাহে স্টুডেন্ট উইক পালনের কথাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খোলা চিঠির মধ্যে দিয়েই কার্যত ঘোষণা হয়ে গেল এক নতুন কর্মসূচিরও। এই চিঠি স্কুলে স্কুলে পাঠিয়েও দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নতুন বছর উপলক্ষ্যে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা৷ নিশ্চয় জানো, ২০২২ সাল থেকে নতুন বছরের প্রথম সপ্তাহটা আমরা ‘স্টুডেন্ট উইক’ হিসেবে পালন করছি৷ সপ্তাহব্যাপী এই উদ্যোগের মধ্যে দিয়ে শিক্ষার মানোন্নয়নে আমাদের পরিকল্পনা, ছাত্রছাত্রীদের স্বার্থে নেওয়া বিভিন্ন প্রকল্প, এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা হয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসবচি বিদ্যালয়ে বিদ্যালয়ে গ্রহণ করা হয়৷’

স্টুডেন্ট উইকের কথা উল্লেখ করার পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পড়ুয়া বান্ধব একাধিক সরকারি প্রকল্পের কথাও। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমরা জানি, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ-সকলের আশা, ভরসা৷ তাই তোমাদের আগামী দিনগুলিকে সুরক্ষিত রাখতে আমাদের সরকার সবসময় তোমাদের পাশে থেকেছে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও পরিকল্পনা তোমাদের স্বার্থে নিয়েছে ও সাফল্যের সঙ্গে রূপায়ন করেছে৷ সবুজ সাথী, কন্যাশ্রী, বিভিন্ন স্কলারশিপ ও স্টাইপেন্ড, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই উদাহরণগুলি প্রমাণ করে, আমরা তোমাদের জন্য কতটা আন্তরিক৷’

উল্লেখ্য, এই ‘স্টুডেন্ট উইক’ সম্পর্কে জানা গিয়েছে যে, এলাকার নামী শিক্ষাবিদদের দিয়ে স্কুল-কলেজে ‘স্টুডেন্ট উইক’ বা ‘শিক্ষার্থী সপ্তাহ’ পালনের নির্দেশ দেয় উচ্চ শিক্ষা দফতর। মঙ্গলবারই উচ্চ শিক্ষা দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেই সরকারি নির্দেশিকায় রাজ্য সরকারের অধীনস্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও যে কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করার কথা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় আগামী বছরের ২-৭ জানুয়ারি রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের বেশি করে স্কুলমুখী করার পাশাপাশি পড়াশুনোর বিষয়ে উদ্বুদ্ধ করতেই এলাকার কোনও শিক্ষাবিদকে স্কুলে এনে সম্মান জ্ঞাপন করতে চায় রাজ্য উচ্চ শিক্ষা দফতর। সেই ভাবনা থেকেই এ বিষয়ে উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়। সেই বিষয়েই চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার যেদিন শিক্ষাবিদরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে আসবেন, সেদিন শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানাতে বলা হয়েছে, অভিভাবকদেরও। 

এখানেই শেষ নয়, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছাবার্তাও বিলি করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। ছাত্র সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও বলা হয়েছে। অন্যদিকে, জেলা স্তরের স্কুলগুলিতে যাতে এই কর্মসূচি সঠিকভাবে পালন করা হয়, সে ব্যাপারে জেলাশাসকদের নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও নতুন এই কর্মসূচি পালনের আগে স্কুল কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও নজর দিতে বলা হয়েছে। তাই নির্দেশিকাতেই বলে দেওয়া হয়েছে যে, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে স্কুল ও কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করে ফেলতে হবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির শেষ অংশে আবারও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লিখেছেন, ‘তোমাদের সকল শিক্ষক-শিক্ষিকা আর অভিভাবকেও জানাই নতুন বছরের অজস্ত্র শুভেচ্ছা ও শুভকামনা৷ ভাল থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নতুন বছর খুব ভাল কাটুক৷’