শুক্রবার, ১৭ মে, ২০২৪

নজরে টেট পরীক্ষা! ভিড় সামাল দিতে রবিবার চলবে অতিরিক্ত মেট্রো, কমল সময়ের ব্যবধানও

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৮:১৩ পিএম | আপডেট: ডিসেম্বর ১০, ২০২২, ০২:১৩ এএম

নজরে টেট পরীক্ষা! ভিড় সামাল দিতে রবিবার চলবে অতিরিক্ত মেট্রো, কমল সময়ের ব্যবধানও
নজরে টেট পরীক্ষা! ভিড় সামাল দিতে রবিবার চলবে অতিরিক্ত মেট্রো, কমল সময়ের ব্যবধানও

১১ ডিসেম্বর টেট পরীক্ষা রাজ্য জুড়ে। তাই সেদিন অতিরিক্ত ভিড় সামাল দিতে বেশি পরিমাণে মেট্রো চালানোর কথা ভেবেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। একই সঙ্গে দুটি ট্রেনের মাঝে সময়ের ব্যবধানও কমানো হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত টেট পরীক্ষা চলবে। তাই পরীক্ষা শুরুর বেশ কয়েক ঘন্টা আগে থেকেই অতিরিক্ত মেট্রো চালানো হবে। এই কারণে ভিল সামাল দিতে অনেক মেট্রো আধিকারিক ও কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

রবিবার দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত আপডাউনে অতিরিক্ত আটটি মেট্রো চালানো হবে। নিউ গড়িয়া থেকে দমদম পর্যন্ত চারটি এবং দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত চারটি মেট্রো চলবে। অন্যান্য দিন ১৫ মিনিট অন্তর মেট্রো চলে। কিন্তু এই রবিবার ৭ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। বিকেলের দিকে দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে ১০ মিনিট।

এছাড়া টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি স্টেশনে কর্মীরা প্রস্তুত থাকবেন। মহানায়ক উত্তর কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটি, দমদম, দক্ষিণেশ্বরে বাড়তি ভিড়ে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ওই স্টেশনগুলিতে বাড়তি কর্মী মোতায়েন করা হবে। এছাড়াও বাড়ানো হচ্ছে বাস ও ট্রেনের সংখ্যা।